Ajker Patrika

সেন্ট মার্টিন দ্বীপবাসীর মাঝে বাংলাদেশ কোস্ট গার্ডের খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২০: ৩৭
সেন্ট মার্টিন দ্বীপবাসীর মাঝে বাংলাদেশ কোস্ট গার্ডের খাদ্যসামগ্রী বিতরণ

সেন্ট মার্টিন দ্বীপবাসীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শুক্রবার (২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। 

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল বা চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সব সময় এগিয়ে এসেছে। সাম্প্রতিক সময় বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্ট মার্টিন এ খাদ্যসামগ্রী পরিবহন কিছুটা দুরূহ হওয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী সেন্ট মার্টিন এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়। সেন্ট মার্টিন দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দ্বীপবাসীর মাঝে দুই দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে কোস্ট গার্ড। এই কর্মসূচির আওতায় আজ (২ আগস্ট) শুক্রবারে দ্বীপবাসীর মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী। 

তিনি আরও বলেন, ত্রাণবিতরণ কার্যক্রমে অধিনায়ক বিসিজিএস মনসুর আলী কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম, (এনডি), এএফডব্লিউসি, পিএসসি, বিএন ও স্টেশন কমান্ডার সেন্ট মার্টিন লে. কমান্ডার মো. মিজানুল হক ইমরান, (এক্স) বিএনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় এক হাজার পরিবারকে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত