Ajker Patrika

লালমাই-ময়নামতি অঞ্চলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ২৫০০ চারা রোপণ

লালমাই-ময়নামতি অঞ্চলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ২৫০০ চারা রোপণ

দেশের লালমাই-ময়নামতি অঞ্চলে ২ হাজার ৫০০ চারাগাছ রোপণ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। তরুপল্লবের সহযোগিতায় পরিচালিত সম্প্রতি এই উদ্যোগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যাংকের দুই শতাধিক কর্মী অংশ নেন। 

জানা গেছে, তরুপল্লবের সহযোগিতায় যত্ন সহকারে বিভিন্ন চারাগাছ সংগ্রহ এবং অতঃপর রোপণ করা হয়। লালমাই-ময়নামতি অঞ্চলের শালবন পুনরুদ্ধারে শালগাছের বিভিন্ন চারাগাছ রোপণ করা হয়। বাংলাদেশের বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে লালমাই-ময়নামতি ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। বলা হয়, অশ্বত্থ গাছের নীচে বসে গৌতম বুদ্ধ দীক্ষা অর্জন করেছিলেন। তাই সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পক্ষ থেকে ওই অঞ্চলে অশ্বত্থ গাছের চারা রোপণ করেন। এ ছাড়া ব্যাংকের কর্মীরা জীববৈচিত্র্য রক্ষার্থে ও স্থানীয়দের চাহিদা মেটাতে বিভিন্ন বিরল ও ওষধি গাছের চারা এবং শোভাবর্ধনের জন্য বিভিন্ন চারাগাছ রোপণ করেন। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘লালমাই-ময়নামতির ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। নিজেদের অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি এই স্থানগুলোর অবহেলা করার কোনো সুযোগ নেই। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ২০০-এরও বেশি কর্মী প্রত্যেকে ঐতিহ্যবাহী স্থানে অন্তত একটি করে চারা রোপণ করে ভূমিকা রেখেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত