নিজস্ব প্রতিবেদক
যাত্রা শুরুর মাত্র দুই মাসেই বাংলাদেশের ৬৪টি জেলায় নিজস্ব ব্যবস্থাপনায় হোম ডেলিভারি সেবা বিস্তার করেছে ইউএস-বাংলা এয়ারলাইনসের অঙ্গপ্রতিষ্ঠান ক্যারিবি (CarryBee)। এরই মধ্যে ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি।
ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে একথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তি, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতায় বিশ্বাসী ক্যারিবি বর্তমানে ঢাকা থেকে অন্যান্য জেলায় যেখানে এয়ারপোর্ট সুবিধা আছে, সেখানে ‘মিড-মাইল’-এ এয়ার কার্গোর সাহায্যে পণ্য পরিবহন করছে। খুব শিগগির তারা দেশের ভেতরে এয়ারলাইন এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে একই দিনে দেশের নির্দিষ্ট জেলায় পণ্য হোম ডেলিভারি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এটি এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে দেশের বাইরেও ক্রস-বর্ডার এক্সপানশনের রয়েছে প্রত্যয়ী পরিকল্পনা।
ক্যারিবি শুধু কুরিয়ার নয়, এটি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি স্বচ্ছ, সহজ ও কার্যকর লজিস্টিক পার্টনার। ক্যারিবির সেবাগুলোর মধ্যে রয়েছে—দ্রুত হোম ডেলিভারি, লাইভ পার্সেল ট্র্যাকিং, ক্যাশ অন ডেলিভারি, পণ্যের শতভাগ নিরাপত্তা, রিটার্ন ও এক্সচেঞ্জ এবং মাল্টি-স্টোর পিকআপ সুবিধা। উদ্যোক্তাদের জন্য রয়েছে কাস্টমাইজড পেমেন্ট সিস্টেম ও ডায়নামিক প্রাইসিং সুবিধা।
দেশজুড়ে ১২০টির বেশি নিজস্ব পরিবহন, শতাধিক হাব এবং দৈনিক ৫০ হাজার পার্সেল প্রক্রিয়াকরণের সক্ষমতা এবং ৭০০ দক্ষ কর্মীর সমন্বয়ে ক্যারিবি এখন একটি পূর্ণাঙ্গ লজিস্টিক সল্যুশন।
ক্যারিবির ওয়েবসাইট carrybee.com-এর মাধ্যমে দেশজুড়ে উদ্যোক্তারা এই ডেলিভারি কোম্পানি ব্যবহার করতে পারবেন।
ক্যারিবির ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহিম বলেন, ‘উদ্যোক্তারা যেন ডেলিভারি নিয়ে নয়, বরং ব্যবসা নিয়ে ভাবতে পারেন—এ লক্ষ্যে আমাদের যাত্রা।’
যাত্রা শুরুর মাত্র দুই মাসেই বাংলাদেশের ৬৪টি জেলায় নিজস্ব ব্যবস্থাপনায় হোম ডেলিভারি সেবা বিস্তার করেছে ইউএস-বাংলা এয়ারলাইনসের অঙ্গপ্রতিষ্ঠান ক্যারিবি (CarryBee)। এরই মধ্যে ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি।
ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে একথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তি, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতায় বিশ্বাসী ক্যারিবি বর্তমানে ঢাকা থেকে অন্যান্য জেলায় যেখানে এয়ারপোর্ট সুবিধা আছে, সেখানে ‘মিড-মাইল’-এ এয়ার কার্গোর সাহায্যে পণ্য পরিবহন করছে। খুব শিগগির তারা দেশের ভেতরে এয়ারলাইন এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে একই দিনে দেশের নির্দিষ্ট জেলায় পণ্য হোম ডেলিভারি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এটি এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে দেশের বাইরেও ক্রস-বর্ডার এক্সপানশনের রয়েছে প্রত্যয়ী পরিকল্পনা।
ক্যারিবি শুধু কুরিয়ার নয়, এটি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি স্বচ্ছ, সহজ ও কার্যকর লজিস্টিক পার্টনার। ক্যারিবির সেবাগুলোর মধ্যে রয়েছে—দ্রুত হোম ডেলিভারি, লাইভ পার্সেল ট্র্যাকিং, ক্যাশ অন ডেলিভারি, পণ্যের শতভাগ নিরাপত্তা, রিটার্ন ও এক্সচেঞ্জ এবং মাল্টি-স্টোর পিকআপ সুবিধা। উদ্যোক্তাদের জন্য রয়েছে কাস্টমাইজড পেমেন্ট সিস্টেম ও ডায়নামিক প্রাইসিং সুবিধা।
দেশজুড়ে ১২০টির বেশি নিজস্ব পরিবহন, শতাধিক হাব এবং দৈনিক ৫০ হাজার পার্সেল প্রক্রিয়াকরণের সক্ষমতা এবং ৭০০ দক্ষ কর্মীর সমন্বয়ে ক্যারিবি এখন একটি পূর্ণাঙ্গ লজিস্টিক সল্যুশন।
ক্যারিবির ওয়েবসাইট carrybee.com-এর মাধ্যমে দেশজুড়ে উদ্যোক্তারা এই ডেলিভারি কোম্পানি ব্যবহার করতে পারবেন।
ক্যারিবির ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহিম বলেন, ‘উদ্যোক্তারা যেন ডেলিভারি নিয়ে নয়, বরং ব্যবসা নিয়ে ভাবতে পারেন—এ লক্ষ্যে আমাদের যাত্রা।’
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে দেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ জীবন দিয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দেশ ও রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারলে তাঁদের এই আত্মত্যাগ সার্থক হবে।
৫ ঘণ্টা আগেচীনের বেইজিংভিত্তিক কোম্পানিটি বলেছে, এ সময়ে তাদের আয় তিন গুণেরও বেশি বেড়েছে। বিশ্বের নানা প্রান্তে লাবুবুর চাহিদা ও ব্র্যান্ড পরিচিতি দ্রুত বিস্তার ও খরচ নিয়ন্ত্রণের ফলে তাদের মুনাফায় এমন বিশাল উল্লম্ফন এসেছে।
৫ ঘণ্টা আগেবদলি আদেশ ছিঁড়ে ফেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ৭ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জারি করা এ-সংক্রান্ত আদেশে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশমী। আজ বুধবার সেটি প্রকাশ করেছে এনবিআর।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে অবস্থান নির্ধারণে বাংলাদেশ চূড়ান্ত প্রস্তুতির পথে হাঁটছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বুধবার একটি আন্তমন্ত্রণালয় সভা করে বাণিজ্য মন্ত্রণালয়, সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে