Ajker Patrika

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে ওষুধ শিল্প সমিতির সহায়তা

বিজ্ঞপ্তি
Thumbnail image

দেশের বন্যার্ত মানুষের চিকিৎসা ও খাদ্য সহায়তা এগিয়ে নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি।

আজ শনিবার তাঁদের পক্ষ থেকে ওষুধ ও খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে।

দুপুরে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির ছাড়াও আরও বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. রোবেদ আমীন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মে. জে. কাজী মো. রশীদ উন নবী, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ, সাজেদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজা কবীর, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান, সিইও মে. জে. (অব.) মো. মোস্তাফিজুর রহমান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—তারিকুল ইসলাম, মাসুদুজ্জামান, ডা. মনিরুজ্জমান, তারেক মাসুদ, আরিয়ান প্রমুখ।

সভায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, ‘দেশের বিভিন্ন জেলায় বন্যাজনিত কারণে যে দুর্যোগ ও দুর্ভোগ তৈরি হয়েছে তা সবাইকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে হবে। ওষুধ শিল্প সমিতি বন্যায় আক্রান্তদের সুচিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদানে নিবেদিত হয়ে কাজ করবে।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে বন্যার্তদের জন্য ওরস্যালাইন, কলেরা স্যালাইন, প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধ হস্তান্তর করা হয়। একই সঙ্গে কয়েক ট্রাক মুড়ি, চিনি, জুস, বিস্কুট ও মিনারেল ওয়াটার হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত