Ajker Patrika

টানা ২০ বছর ধরে সেরা রপ্তানিকারকের পুরস্কার প্রাণের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা ২০ বছর ধরে সেরা রপ্তানিকারকের পুরস্কার প্রাণের

রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য ২০২০–২১ অর্থবছরে একই সাথে দুটি স্বর্ণ ও তিনটি রৌপ্যপদক পেয়েছে প্রাণ–আরএফএল গ্রুপ। কৃষি প্রক্রিয়াজাত, মেলামাইন, প্লাস্টিক ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে পণ্য রপ্তানিতে অনন্য ভূমিকা রাখায় এ শিল্পগ্রুপকে পাঁচটি রপ্তানি পদক দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ২০২০–২১ অর্থবছরের রপ্তানি পদক তুলে দেন। এ পদকের ফলে সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে এ নিয়ে টানা ২০ বার সেরা রপ্তানিকারকের পুরস্কার অর্জন করল প্রাণ–আরএফএল গ্রুপ। 

প্রাণ ডেইরির পক্ষে প্রাণ–আরএফএল গ্রুপের প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, ডিউরেবল প্লাস্টিকের পক্ষে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল এবং রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ ও অলপ্লাস্ট বাংলাদেশের পক্ষে প্রাণ–আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল পুরস্কার গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত