অনলাইন ডেস্ক
দেশজুড়ে সর্বোচ্চ সংখ্যক ইউটিলিটি বিল দেওয়ার পাশাপাশি এবার গ্রাহককে পরিশোধকৃত সকল বিলের হিসেব দেখাতে বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকন। এই আইকনে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যত ধরনের বিল পরিশোধ করেছেন তার বিবরণী দেখতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে। ফলে বিল দেওয়ার পাশাপাশি বিলের হিসেব এবং ইউটিলিটি সেবা ব্যবহারের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহক। পাশাপাশি সহজ হবে তার আর্থিক ব্যবস্থাপনাও।
‘পে-বিল বিবরণী’ আইকন থেকে গ্রাহক তাঁর দেওয়া মোট বিলের হিসেব, কোন সেবায় কত শতাংশ খরচ এবং নির্দিষ্ট সেবায় মাসওয়ারী খরচের বিস্তারিত দেখতে পারবেন। গ্রাফ এবং সংখ্যার মাধ্যমে খরচের হিসেব সহজ করে তুলে ধরায় আগের পরিশোধকৃত বিলের সঙ্গে তুলনা এবং গড় খরচের চিত্রও পাওয়া যাবে এই আইকনে। ফলে বিল পরিশোধে কেমন খরচ হচ্ছে সেটা যেমন সহজেই জানা যাবে, তেমনি মাসের অন্যান্য খরচের সঙ্গে মিলিয়ে ইউটিলিটি বিলের জন্য গ্রাহককে কত বাজেট রাখতে হবে তারও হিসেব করা যাবে অনায়াসে।
উল্লেখ্য, ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকনে গ্রাহক বর্তমান মাস থেকে শুরু করে বিগত ২৪ মাস পর্যন্ত যেকোনো সময়কালের খরচের বিবরণ জানতে পারবেন। একাধিক ফিল্টার ব্যবহার করে বর্তমান মাস, গত মাস, গত ৩ মাস, গত ৬ মাস, গত ১২ মাস ও গত ২৪ মাস সময়কালের খরচের বিবরণ জানতে পারছেন গ্রাহক।
এই মুহূর্তে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি ইত্যাদি প্রায় সব ধরনের ইউটিলিটি বিলই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। প্রতিনিয়ত আরও নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে বিলার-এর তালিকায়। গ্রাহকরা বিল পরিশোধ করতে ‘পে বিল’ আইকনে ট্যাপ করে প্রতিষ্ঠান/বিলার বাছাই করে অ্যাকাউন্ট/মিটার নাম্বার, কন্টাক্ট নাম্বার, বিল সময়সীমা, ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ পিন দিলেই পরিশোধ হয়ে যাবে বিল। গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশবান্ধব ডিজিটাল রসিদ/রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। এছাড়া বিভিন্ন ইউটিলিটি সেবার পোস্টপেইড গ্রাহকরা বকেয়া বিলের নোটিফিকেশনও পাচ্ছেন ‘পে বিল’ আইকন থেকেই।
দৈনন্দিন আর্থিক লেনদেনসহ প্রতিদিনের নানান প্রয়োজন পূরণ করে একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন সেবা ও ফিচার যুক্ত হচ্ছে বিকাশ অ্যাপে। ফলে দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি পরিবারের সদস্য এখন বিকাশ।
দেশজুড়ে সর্বোচ্চ সংখ্যক ইউটিলিটি বিল দেওয়ার পাশাপাশি এবার গ্রাহককে পরিশোধকৃত সকল বিলের হিসেব দেখাতে বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকন। এই আইকনে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যত ধরনের বিল পরিশোধ করেছেন তার বিবরণী দেখতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে। ফলে বিল দেওয়ার পাশাপাশি বিলের হিসেব এবং ইউটিলিটি সেবা ব্যবহারের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহক। পাশাপাশি সহজ হবে তার আর্থিক ব্যবস্থাপনাও।
‘পে-বিল বিবরণী’ আইকন থেকে গ্রাহক তাঁর দেওয়া মোট বিলের হিসেব, কোন সেবায় কত শতাংশ খরচ এবং নির্দিষ্ট সেবায় মাসওয়ারী খরচের বিস্তারিত দেখতে পারবেন। গ্রাফ এবং সংখ্যার মাধ্যমে খরচের হিসেব সহজ করে তুলে ধরায় আগের পরিশোধকৃত বিলের সঙ্গে তুলনা এবং গড় খরচের চিত্রও পাওয়া যাবে এই আইকনে। ফলে বিল পরিশোধে কেমন খরচ হচ্ছে সেটা যেমন সহজেই জানা যাবে, তেমনি মাসের অন্যান্য খরচের সঙ্গে মিলিয়ে ইউটিলিটি বিলের জন্য গ্রাহককে কত বাজেট রাখতে হবে তারও হিসেব করা যাবে অনায়াসে।
উল্লেখ্য, ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকনে গ্রাহক বর্তমান মাস থেকে শুরু করে বিগত ২৪ মাস পর্যন্ত যেকোনো সময়কালের খরচের বিবরণ জানতে পারবেন। একাধিক ফিল্টার ব্যবহার করে বর্তমান মাস, গত মাস, গত ৩ মাস, গত ৬ মাস, গত ১২ মাস ও গত ২৪ মাস সময়কালের খরচের বিবরণ জানতে পারছেন গ্রাহক।
এই মুহূর্তে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি ইত্যাদি প্রায় সব ধরনের ইউটিলিটি বিলই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। প্রতিনিয়ত আরও নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে বিলার-এর তালিকায়। গ্রাহকরা বিল পরিশোধ করতে ‘পে বিল’ আইকনে ট্যাপ করে প্রতিষ্ঠান/বিলার বাছাই করে অ্যাকাউন্ট/মিটার নাম্বার, কন্টাক্ট নাম্বার, বিল সময়সীমা, ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ পিন দিলেই পরিশোধ হয়ে যাবে বিল। গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশবান্ধব ডিজিটাল রসিদ/রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। এছাড়া বিভিন্ন ইউটিলিটি সেবার পোস্টপেইড গ্রাহকরা বকেয়া বিলের নোটিফিকেশনও পাচ্ছেন ‘পে বিল’ আইকন থেকেই।
দৈনন্দিন আর্থিক লেনদেনসহ প্রতিদিনের নানান প্রয়োজন পূরণ করে একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন সেবা ও ফিচার যুক্ত হচ্ছে বিকাশ অ্যাপে। ফলে দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি পরিবারের সদস্য এখন বিকাশ।
পরিবহন খাতে কার্বন নির্গমন কমানোর সম্ভাবনাময় সমাধান হিসেবে বিশ্বের দীর্ঘতম বায়ুচালিত পণ্যবাহী জাহাজ নিওলাইনার অরিজিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার তুরস্কের তুজলা বন্দরে প্রথমবারের মতো ১৩৬ মিটার (৪৫০ ফুট) দীর্ঘ এ পরিবেশবান্ধব জাহাজটি পানিতে ভাসানো হয়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর একটি। কিন্তু তারপরও দেশটি প্রতিদিন বিপুল পরিমাণ তেল আমদানি করে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য। কিন্তু দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডা থাকা যুক্তরাষ্ট্রে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এই তালিকায় আছে জ্
৫ ঘণ্টা আগেভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ শনিবার সংসদে ২০২৫–২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য বরাদ্দ ও নীতিগত পরিবর্তন ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের উল্লেখ্যযোগ্য একটি অংশ হলো আয়কর বিল। আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। বাজেট বক্তৃতায়...
৭ ঘণ্টা আগেকাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
১৭ ঘণ্টা আগে