Ajker Patrika

বাংলাদেশ ১.৩ বিলিয়ন ডলার ঋণ কবে পাবে, কাল জানাবে আইএমএফ

বাসস  
বাংলাদেশ ১.৩ বিলিয়ন ডলার ঋণ কবে পাবে, কাল জানাবে আইএমএফ

বাংলাদেশের জন্য ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ কর্মসূচির পরবর্তী দুটি কিস্তির ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়ের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ওয়াশিংটনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং আইএমএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক হয়েছে। ঋণের কিস্তির বিষয়ে আইএমএফ আগামীকাল তাদের সিদ্ধান্ত জানাবে। আমরা আশা করি এ বিষয়ে আগামীকাল একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।’

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ব্যাংক আগামীকাল সংবাদ সম্মেলন করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দুবাই থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে ঋণের কিস্তি সম্পর্কে আপডেট জানাবেন বলে আশা করা হচ্ছে।

মোট ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের মধ্যে, বাংলাদেশ এখন পর্যন্ত এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি, এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির অধীনে তিন কিস্তিতে ২.৩ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত