Ajker Patrika

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পনসর সেনোরা

বিজ্ঞপ্তি  
Thumbnail image
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পনসর সেনোরা। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের টাইটেল স্পনসর সেনোরা, সঙ্গে পাওয়ার্ড বাই রুচি। গতকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস কনফারেন্সের মাধ্যমে এই সংবাদ জানানো হয়।

সিরিজের নাম, ‘সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অব বাংলাদেশ ২০২৪ পাওয়ার্ড বাই রুচি’ রাখা হয়েছে। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের হেড কাজী হাবিবুল বাশার সুমনসহ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু।

প্রেস কনফারেন্সে বিসিবির প্রতিনিধিরা সিরিজের পৃষ্ঠপোষকতা করার জন্য সেনোরা ও রুচিকে ধন্যবাদ জানান। এই সিরিজ আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগ্রহ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান তাঁরা। এ ছাড়া, তাঁরা কীভাবে স্টেকহোল্ডারদের নিবিড় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে পুরো সিরিজটি সফলভাবে সম্পন্ন হবে তা ব্যাখ্যা করেন।

উপস্থিত সেনোরার প্রতিনিধি বিসিবিকে ধন্যবাদ জানিয়ে দেশের নারী ক্রিকেট উন্নয়নে তাঁদের সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিনের মাধ্যমে দেশের সব নারীর মাসিকের সময় হাইজিন নিশ্চিত করার আশা ব্যক্ত করেন।

২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসবেন আইরিশ নারীরা। এই সিরিজের প্রথম ওয়ানডে ২৭ নভেম্বর। পরের দুটি যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ছাড়া, ৫, ৭ ও ৯ ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি। ম্যাচগুলো সরাসরি টি-স্পোর্টসে দেখা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত