অনলাইন ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৬ মে অনুষ্ঠিত হয়ে গেল ‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং: সিজন ২’-এর গ্র্যান্ড ফিনালে। এই সৃজনশীল শো খাবারের উপস্থাপনাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়, শিখিয়েছে রান্নাঘরকে শিল্পের মঞ্চে পরিণত করতে।
‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং: সিজন ২’-এ ২৫ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে শীর্ষ ২০০ জন ফিজিক্যাল রাউন্ডে উত্তীর্ণ হন এবং সেখান থেকে মাত্র ৩০ জন প্লেটিং-শিল্পী ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাবের জন্য লড়াই করেন। নিজের অসাধারণ প্লেটিং দক্ষতা দিয়ে সবাইকে পেছনে ফেলে বিজয়ী হিসেবে মোহাম্মদ গোলাম রাব্বি অর্জন করেন ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাব। তিনি পেয়েছেন ১০ লাখ টাকার নগদ পুরস্কার, একটি প্রফেশনাল প্লেটিং কোর্স, জাতীয় গণমাধ্যমে পরিচিতি ও আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেট।
গ্র্যান্ড ফিনালের অন্য প্রতিযোগীরাও দেখিয়েছেন তাঁদের অসাধারণ প্লেটিং দক্ষতা। ইফফাত জেরিন সরকার ‘প্লেটিং আইকন’ (প্রথম রানার্সআপ) হিসেবে জিতেছেন ৫ লাখ টাকা। রওজাতুল রুম্মান ‘প্লেটিং ম্যাভেরিক’ (দ্বিতীয় রানার্সআপ) হিসেবে পেয়েছেন ৩ লাখ টাকা। হুমায়ুন কবির ও নওশিন মুবাশশিরা রোদেলা ‘প্লেটিং মাস্টারমাইন্ড’ হিসেবে (যথাক্রমে চতুর্থ ও পঞ্চম) প্রত্যেকে পেয়েছেন ১ লাখ টাকা। নগদ পুরস্কারের পাশাপাশি সব বিজয়ী পেয়েছেন প্রফেশনাল প্লেটিং কোর্স, জাতীয় গণমাধ্যমে পরিচিতি ও আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেট।
বাংলাভিশন, আরটিভি, দীপ্ত টেলিভিশন ও চরকিতে সম্প্রচারিত এই শো সারা দেশের দর্শকদের মুগ্ধ করেছে ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধনে। প্রতিযোগীরা দেশি-বিদেশি খাবারকে রূপ দিয়েছেন দৃষ্টিনন্দন ও অতুলনীয় শিল্পকর্মে, যা মূল্যায়িত হয়েছে নান্দনিকতা, কারিগরি দক্ষতা ও সাংস্কৃতিক গভীরতার ভিত্তিতে।
অসাধারণ প্লেটিং-শিল্পীদের প্রতিভা দেখে আকিজ টেবিলওয়্যার খুব শিগগির সিজন ৩ নিয়ে আসার পরিকল্পনা করছে, যেখানে থাকবে আরও বড় মঞ্চ এবং আরও দক্ষ ও প্রতিভাবান প্লেটিং-শিল্পী, যাঁরা লড়াই করবেন পরবর্তী ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাবের জন্য।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৬ মে অনুষ্ঠিত হয়ে গেল ‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং: সিজন ২’-এর গ্র্যান্ড ফিনালে। এই সৃজনশীল শো খাবারের উপস্থাপনাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়, শিখিয়েছে রান্নাঘরকে শিল্পের মঞ্চে পরিণত করতে।
‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং: সিজন ২’-এ ২৫ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে শীর্ষ ২০০ জন ফিজিক্যাল রাউন্ডে উত্তীর্ণ হন এবং সেখান থেকে মাত্র ৩০ জন প্লেটিং-শিল্পী ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাবের জন্য লড়াই করেন। নিজের অসাধারণ প্লেটিং দক্ষতা দিয়ে সবাইকে পেছনে ফেলে বিজয়ী হিসেবে মোহাম্মদ গোলাম রাব্বি অর্জন করেন ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাব। তিনি পেয়েছেন ১০ লাখ টাকার নগদ পুরস্কার, একটি প্রফেশনাল প্লেটিং কোর্স, জাতীয় গণমাধ্যমে পরিচিতি ও আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেট।
গ্র্যান্ড ফিনালের অন্য প্রতিযোগীরাও দেখিয়েছেন তাঁদের অসাধারণ প্লেটিং দক্ষতা। ইফফাত জেরিন সরকার ‘প্লেটিং আইকন’ (প্রথম রানার্সআপ) হিসেবে জিতেছেন ৫ লাখ টাকা। রওজাতুল রুম্মান ‘প্লেটিং ম্যাভেরিক’ (দ্বিতীয় রানার্সআপ) হিসেবে পেয়েছেন ৩ লাখ টাকা। হুমায়ুন কবির ও নওশিন মুবাশশিরা রোদেলা ‘প্লেটিং মাস্টারমাইন্ড’ হিসেবে (যথাক্রমে চতুর্থ ও পঞ্চম) প্রত্যেকে পেয়েছেন ১ লাখ টাকা। নগদ পুরস্কারের পাশাপাশি সব বিজয়ী পেয়েছেন প্রফেশনাল প্লেটিং কোর্স, জাতীয় গণমাধ্যমে পরিচিতি ও আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেট।
বাংলাভিশন, আরটিভি, দীপ্ত টেলিভিশন ও চরকিতে সম্প্রচারিত এই শো সারা দেশের দর্শকদের মুগ্ধ করেছে ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধনে। প্রতিযোগীরা দেশি-বিদেশি খাবারকে রূপ দিয়েছেন দৃষ্টিনন্দন ও অতুলনীয় শিল্পকর্মে, যা মূল্যায়িত হয়েছে নান্দনিকতা, কারিগরি দক্ষতা ও সাংস্কৃতিক গভীরতার ভিত্তিতে।
অসাধারণ প্লেটিং-শিল্পীদের প্রতিভা দেখে আকিজ টেবিলওয়্যার খুব শিগগির সিজন ৩ নিয়ে আসার পরিকল্পনা করছে, যেখানে থাকবে আরও বড় মঞ্চ এবং আরও দক্ষ ও প্রতিভাবান প্লেটিং-শিল্পী, যাঁরা লড়াই করবেন পরবর্তী ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাবের জন্য।
দেশের অধিকাংশ মানুষের জীবিকা এখনো কৃষিনির্ভর। কৃষিক্ষেত্রে নতুন উদ্যোগের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর সংকটে টিকে থাকতে কৃষকদের ঋণের চাহিদা বেড়েই চলেছে। অথচ বাস্তবতা হলো, চাহিদা থাকলেও কৃষি খাতে অর্থায়ন নিয়ে উদাসীন অবস্থান নিয়েছে ব্যাংকগুলো। সাম্প্রতিক তথ্য বলছে, একটি অর্থবছরের ব্যবধানে
৭ ঘণ্টা আগেহঠাৎ ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের বাজার সামাল দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। গত ছয় দিনে ৩৪ হাজার ২০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাজারে সরবরাহ বাড়ছে এবং দামও কমতে শুরু করেছে।
৭ ঘণ্টা আগেপথচলার এক যুগে পদার্পণ করল বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা। সাফল্যগাথা ১১টি বছর পেরিয়ে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ২০২৫ ইউএস-বাংলা এয়ারলাইনস ১২তম বর্ষে পা রাখল। একাদশ বর্ষপূর্তি উপলক্ষে সব শুভানুধ্যায়ীকে ইউএস-বাংলা জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের তরুণদের আর্থিক লেনদেন আরও সহজ করতে মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠান পাঠাও পে যৌথভাবে একটি রিয়েল টাইম কম্পেনিয়ন প্রিপেইড কার্ড চালু করার ঘোষণা দিয়েছে। এই কার্ডগুলো বিশেষভাবে তরুণদের জন্য ডিজাইন করা হয়েছে, যা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়
১০ ঘণ্টা আগে