Ajker Patrika

ইউসিবির সঙ্গে ব্লচিজের চুক্তি সাক্ষর

ইউসিবির সঙ্গে ব্লচিজের চুক্তি সাক্ষর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে অনলাইন ফ্যাশন ও ক্লদিংস আউটলেট ব্লচিজ আউটফিটার। বুধবার (১৮ মে) ব্লচিজ আউটফিটারের সঙ্গে ইউসিবির প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তির অধীনে ইউসিবি ডেবিট/ক্রেডিট/প্রিপেইড কার্ডধারীরা বছরব্যাপী ব্লচিজ আউটফিটারের ওয়েবসাইট থেকে ই-কমার্স পণ্য ক্রয়ের ওপর বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবে। 

ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস এবং ব্লচিজ আউটফিটারের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদ, ইভিপি ও হেড অব ন্যাশনাল সেলস অ্যান্ড মার্চেন্ট অ্যাকুইরিং অব ইউসিবি এবং ব্লচিজ আউটফিটারের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ জনাব জোশুয়া এডওয়ার্ডস এবং উভয় সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত