Ajker Patrika

ঢাকায় শুরু হচ্ছে কসক্যাপ-এসএর ৩০তম স্টিয়ারিং কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২২: ৩১
ঢাকায় শুরু হচ্ছে কসক্যাপ-এসএর ৩০তম স্টিয়ারিং কমিটির সভা

আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকায় শুরু হচ্ছে কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অব অপারেশনাল অ্যান্ড সেফটি কন্টিনিউইং এয়ারওর্থিনেস প্রোগ্রাম-সাউথ এশিয়ার (কসক্যাপ-এসএ) স্টিয়ারিং কমিটির ৩০তম সভা। ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া এ সভা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উপপরিচালক মোহাম্মদ সোহেল কামরুজ্জামান আজ রোববার এক বিজ্ঞপ্তিতে জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিসহ এভিয়েশন সেফটি ও এয়ারওর্থিনেস-সংক্রান্ত কারিগরি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ আসন্ন কসক্যাপ-এসএর ৩০তম স্টিয়ারিং কমিটির সভার উদ্দেশ্য। সভায় বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সদস্যরাষ্ট্র হিসেবে অংশ নেবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কসক্যাপ-এসএ সদস্য দেশগুলো ছাড়াও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ), ইইউ, ট্রান্সপোট-কানাডা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–ফ্রান্স, বোয়িং, ইএএসএ, আইএটিএ, আইএফএএলপিএসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। 

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় কসক্যাপ-এসএর স্টিয়ারিং কমিটির ২৯তম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন। সভার প্রথম দিনে বেবিচকের কার্যক্রম, সংস্কারসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিশদভাবে তুলে ধরা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত