নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে হাইকোর্ট নিয়োজিত পরিচালনা পর্ষদ। আজ বৃহস্পতিবার বিভিন্ন জাতীয় দৈনিকে খোলা নিলামের মাধ্যমে গাড়ি বিক্রির এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব (অব.) মাহবুব কবীর মিলনও বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সাতটি গাড়ি নিলামে তোলা হচ্ছে। বিজ্ঞপ্তিও হয়ে গেছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিলাম করা হচ্ছে।’
নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইভ্যালি ডটকম লিমিটেডের নামে রেজিস্ট্রেশন করা সাতটি চালু গাড়ি রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন ও ফিটনেস (যে অবস্থায় আছে) ভিত্তিতে খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ির সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। গাড়ি কিনতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ইভ্যালি অফিস থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫ হাজার টাকা (এর মধ্যে ফেরতযোগ্য ৪ হাজার ৫০০) পরিশোধ করে নিলাম কার্ড সংগ্রহ করতে হবে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি (শনিবার ও রোববার) সড়ক নং-১১, বারিধারা ‘জে’ ব্লক, বিচারপতির বাড়ি (সাউথ পয়েন্ট স্কুলের পাশে)—এ ঠিকানায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাড়িগুলো প্রদর্শনের জন্য রাখা হবে। অভিজ্ঞ এবং প্রতিষ্ঠিত নিলাম প্রতিষ্ঠান দিয়ে নিলামকার্য পরিচালিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে গাড়ি নিলামে তোলার বিজ্ঞপ্তিতে অসন্তোষ প্রকাশ করছেন ইভ্যালির গ্রাহকদের একাংশ।
প্রতিষ্ঠানটির গ্রাহক আবিদ খান বলেন, ‘ইভ্যালির দেনা পাওনা নিরূপণ না করেই সম্পদ বিক্রি করছে বর্তমান পরিচালনা পর্ষদ। তাঁদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, ইভ্যালিকে এগিয়ে নিয়ে গ্রাহকদের পাওনা পরিশোধের বদলে তাঁরা অবসায়নের দিকে এগোচ্ছেন। এটা কোনোভাবেই কাম্য নয়।’
এ বিষয়ে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কাস্টমার কো-অর্ডিনেশন কমিটির সহসমন্বয়ক সাকিব হাসান বলেন, ‘আমরা গাড়ি নিলামে তোলার প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান পরিচালনা পর্ষদ ইভ্যালির গ্রাহকদের জন্য কিছুই করেনি। গাড়ি বিক্রি করলে গ্রাহকেরা কী পাবে? গ্রাহকদের তো কোনো লাভ হবে না। আমরা এই পরিচালনা পর্ষদের অপসারণ চাই।’
আর ইভ্যালির আইনি দলের সমন্বয়ক ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর নিঝুম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়ি বিক্রির বিষয়টি নিয়ে গ্রাহকেরা অসন্তুষ্ট। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কয়েকজন গ্রাহক আদালতে যাবেন বলেও আমাকে জানিয়েছেন।’
প্রতারণাসহ নানা অভিযোগে গত বছরের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন। এর পর থেকে তাঁরা কারাগারেই আছেন। হাইকোর্টের নির্দেশে বর্তমানে ইভ্যালির পরিচালনার দায়িত্বে আছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে হাইকোর্ট নিয়োজিত পরিচালনা পর্ষদ। আজ বৃহস্পতিবার বিভিন্ন জাতীয় দৈনিকে খোলা নিলামের মাধ্যমে গাড়ি বিক্রির এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব (অব.) মাহবুব কবীর মিলনও বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সাতটি গাড়ি নিলামে তোলা হচ্ছে। বিজ্ঞপ্তিও হয়ে গেছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিলাম করা হচ্ছে।’
নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইভ্যালি ডটকম লিমিটেডের নামে রেজিস্ট্রেশন করা সাতটি চালু গাড়ি রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন ও ফিটনেস (যে অবস্থায় আছে) ভিত্তিতে খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ির সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। গাড়ি কিনতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ইভ্যালি অফিস থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫ হাজার টাকা (এর মধ্যে ফেরতযোগ্য ৪ হাজার ৫০০) পরিশোধ করে নিলাম কার্ড সংগ্রহ করতে হবে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি (শনিবার ও রোববার) সড়ক নং-১১, বারিধারা ‘জে’ ব্লক, বিচারপতির বাড়ি (সাউথ পয়েন্ট স্কুলের পাশে)—এ ঠিকানায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাড়িগুলো প্রদর্শনের জন্য রাখা হবে। অভিজ্ঞ এবং প্রতিষ্ঠিত নিলাম প্রতিষ্ঠান দিয়ে নিলামকার্য পরিচালিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে গাড়ি নিলামে তোলার বিজ্ঞপ্তিতে অসন্তোষ প্রকাশ করছেন ইভ্যালির গ্রাহকদের একাংশ।
প্রতিষ্ঠানটির গ্রাহক আবিদ খান বলেন, ‘ইভ্যালির দেনা পাওনা নিরূপণ না করেই সম্পদ বিক্রি করছে বর্তমান পরিচালনা পর্ষদ। তাঁদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, ইভ্যালিকে এগিয়ে নিয়ে গ্রাহকদের পাওনা পরিশোধের বদলে তাঁরা অবসায়নের দিকে এগোচ্ছেন। এটা কোনোভাবেই কাম্য নয়।’
এ বিষয়ে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কাস্টমার কো-অর্ডিনেশন কমিটির সহসমন্বয়ক সাকিব হাসান বলেন, ‘আমরা গাড়ি নিলামে তোলার প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান পরিচালনা পর্ষদ ইভ্যালির গ্রাহকদের জন্য কিছুই করেনি। গাড়ি বিক্রি করলে গ্রাহকেরা কী পাবে? গ্রাহকদের তো কোনো লাভ হবে না। আমরা এই পরিচালনা পর্ষদের অপসারণ চাই।’
আর ইভ্যালির আইনি দলের সমন্বয়ক ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর নিঝুম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়ি বিক্রির বিষয়টি নিয়ে গ্রাহকেরা অসন্তুষ্ট। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কয়েকজন গ্রাহক আদালতে যাবেন বলেও আমাকে জানিয়েছেন।’
প্রতারণাসহ নানা অভিযোগে গত বছরের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন। এর পর থেকে তাঁরা কারাগারেই আছেন। হাইকোর্টের নির্দেশে বর্তমানে ইভ্যালির পরিচালনার দায়িত্বে আছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ শনিবার সংসদে ২০২৫–২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য বরাদ্দ ও নীতিগত পরিবর্তন ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের উল্লেখ্যযোগ্য একটি অংশ হলো আয়কর বিল। আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। বাজেট বক্তৃতায়...
৩৮ মিনিট আগেকাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
১১ ঘণ্টা আগেপশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
১৮ ঘণ্টা আগেগার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড দেশের একটি সুপরিচিত বিমা প্রতিষ্ঠান, সম্প্রতি বিমা কার্যক্রম পরিচালনায় নিয়ম লঙ্ঘনের জন্য সমালোচিত হয়েছে। প্রায় চার বছর ধরে সিইও (মুখ্য নির্বাহী কর্মকর্তা) ছাড়া প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সিইও পদটি শূন্য, যা বিমা আইন..
১ দিন আগে