Ajker Patrika

দেশে নতুন জাতীয় দৈনিক নয়া শতাব্দীর যাত্রা শুরু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৭: ৩১
দেশে নতুন জাতীয় দৈনিক নয়া শতাব্দীর যাত্রা শুরু

যাত্রা শুরু করলো নতুন জাতীয় দৈনিক নয়া শতাব্দী। গত ১১ ডিসেম্বর শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পত্রিকাটির উদ্বোধন ঘোষণা করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম দস্তগীর গাজী বলেন, ‘সাংবাদিক সমাজ জাতিকে সঠিক পথ দেখায়। আমরা নয়া শতাব্দীর কাছ থেকে সঠিক খবরগুলো পাব বলে আশা করি।’ একই সঙ্গে সংবাদের মাধ্যমে বাংলাদেশ যেন জেগে ওঠে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। 

বক্তব্যে পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাঈম সালেহীন বলেন, ‘১২ পাতার পত্রিকায় সব খবর দেওয়া সম্ভব নয় বলে নয়া শতাব্দী পত্রিকা ও ওয়েবের মধ্যে সরাসরি ডিজিটাল কানেকশন থাকবে। একই সঙ্গে আমরা একটা ডিজিটাল কর্নার করেছি যার প্রতিটি সেগমেন্ট স্ক্যান করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। বিজ্ঞাপনের ক্ষেত্রে কিউআর কোডের মাধ্যমে সহজেই স্বল্প খরচে বিজ্ঞাপন দিতে পারবেন।’

নয়া শতাব্দীর প্রকাশক মোহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, ‘করোনা পরিস্থিতিতে দেশে যখন অনেক পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে তখন আমরা অনেক বড় সাহস দেখিয়েছি; সংবাদপত্রকে ভালোবাসি বলেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত