Ajker Patrika

ডলারে বাড়তি মুনাফা করায় আরও ৬ ব্যাংককে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১০: ৫০
ডলারে বাড়তি মুনাফা করায় আরও ৬ ব্যাংককে শোকজ

ডলার কেনাবেচায় আরও ছয়টি ব্যাংকের অস্বাভাবিক মুনাফার প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অতি মুনাফা করা এসব ব্যাংককে জবাবদিহির আওতায় আনতে ব্যাংকগুলোকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে সাতটি ব্যাংককে দুই দফায় শোকজ নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

নতুন করে আরও ছয়টি ব্যাংককে অতি মুনাফা করার কারণে শোকজ করার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন। আজ বুধবার রাতে চিহ্নিত ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নতুন করে কোন ব্যাংকগুলোকে শোকজ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘ডলারের বাজার অস্বাভাবিক করতে যেসব ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের সবাইকে পর্যায়ক্রমে জবাবদিহির আওতায় আনা হবে।’ ওই ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তবে ব্যাংকগুলোর নাম প্রকাশ করেননি তিনি।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা ব্যাংকগুলোর নাম জানিয়েছেন। নতুন করে নোটিশ পাওয়া ব্যাংকগুলো হলো ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক। এ ছাড়া আরেকটি বেসরকারি ব্যাংকের নাম জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত