নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার ক্ষতি পুষিয়ে নিতে সরকার ঘোষিত প্রণোদনা তহবিল থেকে ঋণ পেতে ঘুষ দেওয়া লাগছে বলে জানিয়েছে ২৯ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান। ঋণ বিতরণকারী ব্যাংকের কর্মকর্তারা এই ঘুষ দাবি করছেন।
বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
আজ শনিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে জরিপের ফল প্রকাশ করে গবেষণা সংস্থাটি। উৎপাদন ও সেবা খাতের ৫০১টি প্রতিষ্ঠানের উদ্যোক্তা কিংবা তাঁদের প্রতিনিধির সাক্ষাৎকারের ভিত্তিতে জুলাই মাসে জরিপটি পরিচালনা করে সানেম। চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রণোদনার ঋণ নিতে গিয়ে তাঁদের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়।
জরিপে অংশ নেওয়া ২৪ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান জানিয়েছে, তাদের কাছে ঘুষ চাওয়া হয়নি। আর ৪৭ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান ঘুষ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। গবেষণা সংস্থাটির ধারণা, শেষোক্ত প্রতিষ্ঠানগুলোর কাছেও ঘুষ দাবি করা হয়ে থাকতে পারে।
সংবাদ সম্মেলনে জরিপের প্রক্রিয়া ও ফলাফল তুলে ধরে সানেমের নির্বাহী পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সেলিম রায়হান জানান, জরিপে অংশ নেওয়া ৪৭ শতাংশ ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কোনোটাই বলেননি। মৌনতা সম্মতির লক্ষ্মণ হিসেবে ধরে নিলে, তাঁরাও ঘুষের শিকার। হয়তো নানা দিক থেকে ক্ষতির শঙ্কা থেকেই সরাসরি ‘হ্যাঁ’ বলতে চাননি তাঁরা।
সেলিম রায়হান আরও জানান, প্রণোদনার ঋণ নিতে গিয়ে ঘুষ দাবির অভিযোগ তোলা প্রতিষ্ঠানের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানই বেশি। জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে জুলাই পর্যন্ত মাত্র ২১ শতাংশ প্রণোদনা তহবিল থেকে ঋণ পেয়েছেন।
জরিপে অংশগ্রহণকারীদের অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের কোনো বক্তব্য নেওয়া হয়েছে কি-না জানতে চাইলে সেলিম রায়হান বলেন, ‘ঘুষ দাবি করা হয়েছে কি-না-এই প্রশ্নের হ্যাঁ কিংবা না জবাবের বাইরে আর কিছু জানতে চাওয়া হয়নি জরিপের সময়। এ কারণে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।’
এদিকে সানেমের সবশেষ জরিপের তথ্য বলছে, করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ের পর ব্যবসায় ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরে আসছে। গত এপ্রিল-জুনের চেয়ে আস্থা বেড়েছে দেড়গুণের বেশি।
জরিপের ফলাফল অনুযায়ী, ২০২০ সালের এপ্রিল থেকে জুন ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাস ছিল ২৭ শতাংশ ব্যবসায়ীর। এখন এই হার ৪৭ শতাংশ। এমনকি জানুয়ারি থেকে মার্চের তুলনায় এই হার ৬ শতাংশীয় পয়েন্ট বেশি।
তৈরি পোশাক, বস্ত্র, চামড়া, ওষুধ, খাদ্য প্রক্রিয়াকরণ, হালকা প্রকৌশল, পাইকারি বিক্রি, খুচরা বিক্রি, রেস্তোরাঁ, পরিবহন, তথ্যপ্রযুক্তি, আর্থিক খাত এবং নির্মাণ এবং উৎপাদন খাতের অন্যান্য ও সেবা খাতের অন্যান্য-এই ১৫টি খাত বিবেচনায় নিয়ে জরিপ চালায় সানেম। এর মধ্যে সবচেয়ে বেশি আস্থা ফিরেছে সেবা খাতে, ৫৩ শতাংশ।
করোনার ক্ষতি পুষিয়ে নিতে সরকার ঘোষিত প্রণোদনা তহবিল থেকে ঋণ পেতে ঘুষ দেওয়া লাগছে বলে জানিয়েছে ২৯ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান। ঋণ বিতরণকারী ব্যাংকের কর্মকর্তারা এই ঘুষ দাবি করছেন।
বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
আজ শনিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে জরিপের ফল প্রকাশ করে গবেষণা সংস্থাটি। উৎপাদন ও সেবা খাতের ৫০১টি প্রতিষ্ঠানের উদ্যোক্তা কিংবা তাঁদের প্রতিনিধির সাক্ষাৎকারের ভিত্তিতে জুলাই মাসে জরিপটি পরিচালনা করে সানেম। চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রণোদনার ঋণ নিতে গিয়ে তাঁদের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়।
জরিপে অংশ নেওয়া ২৪ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান জানিয়েছে, তাদের কাছে ঘুষ চাওয়া হয়নি। আর ৪৭ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান ঘুষ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। গবেষণা সংস্থাটির ধারণা, শেষোক্ত প্রতিষ্ঠানগুলোর কাছেও ঘুষ দাবি করা হয়ে থাকতে পারে।
সংবাদ সম্মেলনে জরিপের প্রক্রিয়া ও ফলাফল তুলে ধরে সানেমের নির্বাহী পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সেলিম রায়হান জানান, জরিপে অংশ নেওয়া ৪৭ শতাংশ ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কোনোটাই বলেননি। মৌনতা সম্মতির লক্ষ্মণ হিসেবে ধরে নিলে, তাঁরাও ঘুষের শিকার। হয়তো নানা দিক থেকে ক্ষতির শঙ্কা থেকেই সরাসরি ‘হ্যাঁ’ বলতে চাননি তাঁরা।
সেলিম রায়হান আরও জানান, প্রণোদনার ঋণ নিতে গিয়ে ঘুষ দাবির অভিযোগ তোলা প্রতিষ্ঠানের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানই বেশি। জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে জুলাই পর্যন্ত মাত্র ২১ শতাংশ প্রণোদনা তহবিল থেকে ঋণ পেয়েছেন।
জরিপে অংশগ্রহণকারীদের অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের কোনো বক্তব্য নেওয়া হয়েছে কি-না জানতে চাইলে সেলিম রায়হান বলেন, ‘ঘুষ দাবি করা হয়েছে কি-না-এই প্রশ্নের হ্যাঁ কিংবা না জবাবের বাইরে আর কিছু জানতে চাওয়া হয়নি জরিপের সময়। এ কারণে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।’
এদিকে সানেমের সবশেষ জরিপের তথ্য বলছে, করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ের পর ব্যবসায় ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরে আসছে। গত এপ্রিল-জুনের চেয়ে আস্থা বেড়েছে দেড়গুণের বেশি।
জরিপের ফলাফল অনুযায়ী, ২০২০ সালের এপ্রিল থেকে জুন ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাস ছিল ২৭ শতাংশ ব্যবসায়ীর। এখন এই হার ৪৭ শতাংশ। এমনকি জানুয়ারি থেকে মার্চের তুলনায় এই হার ৬ শতাংশীয় পয়েন্ট বেশি।
তৈরি পোশাক, বস্ত্র, চামড়া, ওষুধ, খাদ্য প্রক্রিয়াকরণ, হালকা প্রকৌশল, পাইকারি বিক্রি, খুচরা বিক্রি, রেস্তোরাঁ, পরিবহন, তথ্যপ্রযুক্তি, আর্থিক খাত এবং নির্মাণ এবং উৎপাদন খাতের অন্যান্য ও সেবা খাতের অন্যান্য-এই ১৫টি খাত বিবেচনায় নিয়ে জরিপ চালায় সানেম। এর মধ্যে সবচেয়ে বেশি আস্থা ফিরেছে সেবা খাতে, ৫৩ শতাংশ।
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ শনিবার সংসদে ২০২৫–২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য বরাদ্দ ও নীতিগত পরিবর্তন ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের উল্লেখ্যযোগ্য একটি অংশ হলো আয়কর বিল। আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। বাজেট বক্তৃতায়...
২ ঘণ্টা আগেকাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
১২ ঘণ্টা আগেপশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
১৯ ঘণ্টা আগেগার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড দেশের একটি সুপরিচিত বিমা প্রতিষ্ঠান, সম্প্রতি বিমা কার্যক্রম পরিচালনায় নিয়ম লঙ্ঘনের জন্য সমালোচিত হয়েছে। প্রায় চার বছর ধরে সিইও (মুখ্য নির্বাহী কর্মকর্তা) ছাড়া প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সিইও পদটি শূন্য, যা বিমা আইন..
২ দিন আগে