Ajker Patrika

ইবিএলের নারী গ্রাহকদের মূল্যছাড় দেবে ওয়ান্ডার উইমেন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৬: ২৯
ইবিএলের নারী গ্রাহকদের মূল্যছাড় দেবে ওয়ান্ডার উইমেন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড উইমেন ব্যাংকিং ও ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওয়ান্ডার উইমেন নারীদের আর্থিক শিক্ষা ও ব্যাংকিং সেবা ব্যবহার বিষয়ে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ঢাকায় ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেল ও এসএমই ব্যাংকিংয়ের প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ওয়ান্ডার উইমেনের প্রতিষ্ঠাতা ও সিইও সাবিরা মেহরীন সাবা এসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। 

ইবিএলের নারী গ্রাহকেরা ওয়ান্ডার উইমেনের বিভিন্ন সেবায় মূল্যছাড়সহ অন্যান্য সুবিধা ভোগ করবেন। 

এ সময় উপস্থিত ছিলেন ইবিএল বিজনেসের প্রধান সৈয়দ জুলকার নায়েন, লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান শারমিন আতিক, উইমেন ব্যাংকিংয়ের ভারপ্রাপ্ত প্রধান নাতাশা কাদির এবং ওয়ান্ডার উইমেনের পার্টনারশিপ ম্যানেজার হুমায়রা রশিদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত