Ajker Patrika

ইউএস-বাংলা এয়ারলাইনসে সিলেটে গেলেন জার্মানির রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৪: ১৭
ইউএস-বাংলা এয়ারলাইনসে সিলেটে গেলেন জার্মানির রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অচিম ট্রস্টার সহধর্মিণীসহ ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেটে ভ্রমণ করেছেন। ফ্লাইটে ওঠার আগে রাষ্ট্রদূতকে ইউএস-বাংলা এয়ারলাইনসের পরিচালক (কাস্টমার সার্ভিস) এ কে এম জুনাইদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আজ বুধবার সকাল ৮টায় বিএস-৫৩১ ফ্লাইটে রাষ্ট্রদূত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন। ফ্লাইটটি সকাল ৯টায় সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

রাষ্ট্রদূত ঢাকা-সিলেট রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে পছন্দ করায় এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে। ভবিষ্যতেও যেকোনো অভ্যন্তরীণ রুটে রাষ্ট্রদূত ইউএস-বাংলা এয়ারলাইন্সে ভ্রমণ করবেন—এই প্রত্যাশা ব্যক্ত করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত