Ajker Patrika

ইস্টার্ন ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি  
Thumbnail image
ইস্টার্ন ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক আজ শনিবার রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে বার্ষিক ঝুঁকি সম্মেলন আয়োজন করে। সম্মেলনের উদ্দেশ্য ছিল বিভিন্ন ঝুঁকির মূল্যায়ন ও বিচক্ষণ ব্যবস্থাপনার মাধ্যমে তা মোকাবিলার জন্য নিজস্ব কর্মকর্তাদের প্রশিক্ষিত করে তোলে।

দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের বিভিন্ন সম্ভাব্য ঝুঁকিগুলো পর্যালোচনা করা হয়, যার মধ্যে ছিল তারল্য, মার্কেট, পরিচালন, ক্রেডিট, কোর সংক্রান্ত ঝুঁকি। এ ছাড়া, সার্বিক ঝুঁকি ব্যবস্থাপনায় করণীয় বিষয়গুলো বিশদভাবে আলোচনা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের (ডস-২) পরিচালক এ এন এম মইনুল কবির, অতিরিক্ত পরিচালক সূরভী ঘোষ, যুগ্ম পরিচালক মাহমুদা হক উপস্থিত ছিলেন।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মূল বক্তা ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম খোরশেদ আলম।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকেরা বিভিন্ন বিভাগীয় প্রধান, সারা দেশ থেকে আগত সিনিয়র নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপকেরা সম্মেলনে অংশগ্রহণ করেন। ইস্টার্ন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ সম্মেলনের আয়োজন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত