Ajker Patrika

চট্টগ্রামে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিকস পণ্যের ২ সেন্টারের উদ্বোধন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২২: ০০
চট্টগ্রামে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিকস পণ্যের ২ সেন্টারের উদ্বোধন

দেশের অন্যতম প্রবেশদ্বার বন্দর নগরী ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বিশ্বের নম্বর ওয়ান কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিকস ও হোম এপ্লায়েন্স পণ্যের উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রুপ ইলেকট্রো মার্টের দুটি সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার সুবিশাল পরিসরে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। 

সম্প্রতি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. আবদুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহাবুবুল আলম ও গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম, পরিচালক নূরুল আজিম সানি, ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) মো. জুলহাক হোসাইন এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বন্দর নগরীর প্রবেশদ্বার সিটি গেট এলাকায় এবং নগরীর ব্যস্ততম ইপিজেড এলাকায় শোরুম দুটির দ্বার উন্মুক্ত করা হয়। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে দেশের ইলেকট্রনিকস ও হোম এপ্লায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে পূরণ করছে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের পণ্য। গ্রী ব্র্যান্ড দেশে এয়ার কন্ডিশনার চাহিদার প্রায় ৬০ শতাংশ, কনকা ব্র্যান্ড রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি চাহিদার ৩০ শতাংশ এবং হাইকো ব্র্যান্ডের পণ্য ইলেকট্রনিকস ও হোম এপ্লায়েন্স চাহিদার ৫ শতাংশ দখল করে আছে। 

কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও হোম এপ্লায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ। দেশব্যাপী গ্রাহকদের ব্যাপক চাহিদার কারণে এবং নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি অঞ্চলে সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে ইলেকট্রো মার্ট গ্রুপ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত