Ajker Patrika

জেসিআই বাংলাদেশ একাডেমি অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশ একাডেমি অনুষ্ঠিত

অনুষ্ঠিত হল জেসিআই বাংলাদেশ একাডেমি। ১৯ ও ২০ আগস্ট দুই দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করে জেসিআই বাংলাদেশের ২০০ জনেরও বেশি সদস্য। ‘আজকের এবং আগামীকালের জন্য নেতৃত্ব’—এই ভাবনায় অনুপ্রাণিত হয়ে জেসিআই বাংলাদেশ এ বছরের সর্ববৃহৎ একাডেমির আয়োজন করে। 

দুই দিনব্যাপী এই একাডেমিতে একাধিক ইন্টারেকটিভ সেশন ছিল। সেশন পরিচালনা করেন সাবরিনা রহমান, কাজী এম আহমেদ, মো. আশিকুজ্জামান, মাকসুদা আক্তার মৌ, হুমাইরা খান এবং আলমাসুর রহমানসহ বিশিষ্ট প্রশিক্ষক এবং বক্তাদের দ্বারা। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ২০২২ জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, যিনি সমস্ত অংশগ্রহণকারীদের তাঁর সাফল্যের কথা দিয়ে অনুপ্রাণিত করেন। এই বছরের জেসিআই বাংলাদেশ একাডেমিতে ইভেন্ট ডিরেক্টর ছিলেন রুমানা চৌধুরী, ২০২২ ন্যাশনাল ট্রেনিং কমিশনার এবং একাডেমির কনভেনার ছিলেন এরফান হক, ২০২২ ন্যাশনাল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু দ্যা ন্যাশনাল প্রেসিডেন্ট। 

অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন এবং প্লাটিনাম স্পনসর ছিল প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আর আর ক্যাবেল। 

জেসিআই বাংলাদেশ আগামী দিনেও তার সদস্যদের জন্য উন্নয়নের সুযোগ প্রদান অব্যাহত রাখার পরিকল্পনা করছে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) হল ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাদার এবং নেতাদের একটি বিশ্বব্যাপী সংগঠন যারা তাদের সম্প্রদায়ে প্রভাব তৈরি করতে নিযুক্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ। 

সংস্থাটি ১০০ টিরও বেশি দেশে বিদ্যমান এবং সারা বিশ্বে ২ লাখেরও বেশি সদস্য রয়েছে। জেসিআই ইতিবাচক পরিবর্তন সৃষ্টির জন্য প্রয়োজনীয় নেতৃত্বের দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা, ফেলোশিপ এবং উদ্যোক্তাদের বিকাশের সুযোগ প্রদান করে। জেসিআই বাংলাদেশ সারা বাংলাদেশে ২ হাজারের বেশি সদস্যের সংখ্যাসহ ২৭টি স্থানীয় সংস্থার সঙ্গে বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনা করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত