Ajker Patrika

রপ্তানি আয়ে শর্ত সাপেক্ষে করছাড় দিল এনবিআর

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৬: ৪৮
রপ্তানি আয়ে শর্ত সাপেক্ষে করছাড় দিল এনবিআর

রপ্তানি থেকে অর্জিত সব ধরনের আয়ের ওপর শর্ত সাপেক্ষে আয়কর থেকে অব্যাহতি বা করহার কমানোর সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অবিলম্বে কার্যকর এই সুবিধা ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিম সই করা ৪ মার্চের প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন ২০২৩-এর ৭৬ ধারা ও উপ-ধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে রপ্তানি হতে//// অর্জিত সব ধরনের আয়ের ওপর শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি বা ক্ষেত্রমত হ্রাস করিয়া প্রদেয় আয়করের হার ধার্য করা হয়েছে। 

* যেমন—স্বাভাবিক ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবার কর্তৃক অর্জিত আয়ের ৫০ শতাংশ করমুক্ত থাকবে।

* স্বাভাবিক ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্য করদাতাদের করহার ১২ শতাংশ হবে। 

* স্বাভাবিক ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য করদাতা কর্তৃক লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভার্নমেন্ট ডিজাইন (এলইইডি) সার্টিফাইড কারখানায় উৎপাদিত পণ্য রপ্তানি হতে অর্জিত আয়ের ওপর ১০ শতাংশ অব্যাহত দেওয়া হয়েছে বিধিমালায়।

কর ছাড় পেতে মানতে হবে যেসব শর্ত 

কর সুবিধা পেতে রপ্তানিকারকের করদাতা শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) থাকার পাশাপাশি বেশ কিছু শর্তপূরণ করতে হবে। 

* কোনো আয়বর্ষে পরিবেশ সংশ্লিষ্ট বিধিবিধান লঙ্ঘনের দায়ে সরকারের কোনো কর্তৃপক্ষ কর্তৃক অর্থদণ্ড আরোপিত হলে সংশ্লিষ্ট করবর্ষে নিয়মিত হারে আয়কর পরিশোধযোগ্য হবে।

* সব ধরনের ট্রান্সপোর্টেশন সার্ভিস, মোবাইল টেলিকমিউনিকেশন সার্ভিস ও ইন্টানেট সার্ভিসের জন্য এ প্রজ্ঞাপনে বর্ণিত কর অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে না। 

* উক্ত আইনের কোনো বিধান বা অন্য কোনো প্রজ্ঞাপনের অধীন কোনো করদাতা কর অব্যাহতি সুবিধাপ্রাপ্ত হলে এ প্রজ্ঞাপনে বর্ণিত কর অব্যাহতি সুবিধা প্রাপ্য হবেন না বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত