বেশ কয়েক বছর ধরেই ঋণের ভারে জর্জরিত মিসর। ঋণ থেকে মুক্তি পেতে নানা চেষ্টা করে যাচ্ছে দেশটির সরকার। সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেশটির এবার চীনা মুদ্রা ইউয়ানে বিনিময় করা যাবে এমন বন্ড বাজারে ছেড়েছে। বাজারে চীনা মুদ্রার এসব বন্ডকে পান্ডা বন্ড বলে আখ্যায়িত করা হয়। মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিষয়টির সঙ্গে জড়িত মিসরীয় এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার তিন বছর মেয়াদি ৩৫০ কোটি ইউয়ান বা ৪৭৯ মিলিয়ন ডলারের সমমূল্যের বন্ড বাজারে ছেড়েছে। এসব বন্ডের বিপরীতে সাড়ে ৩ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ওই কর্মকর্তা জানিয়েছেন, এর আগে মিসর সরকার ডলারে যেসব বন্ড ছেড়েছিল, তার চেয়ে কম সুদ দেওয়া হবে ইউয়ানে ছাড়া বন্ডের বিপরীতে।
গত সপ্তাহে মিসরের অর্থমন্ত্রী মোহাম্মদ মাঈত ব্লুমবার্গকে বলেছিলেন, ‘আমরা ভিন্ন ভিন্ন পুঁজিবাজারের মাধ্যমে আমাদের অর্থ সংগ্রহের উৎসগুলো বৈচিত্র্যময় করার পাশাপাশি চ্যালেঞ্জিং উচ্চ সুদহারের পরিবেশে ঋণের খরচ কমাতে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে গ্যারান্টি সুরক্ষিত করতে কাজ করছি।’
সাধারণত চীনা মুদ্রার এই পান্ডা বন্ডগুলো চীনের বাজারে ছাড়া হয়। তবে এ ক্ষেত্রে বন্ডগুলো ছাড়ে অচীনা কোনো পক্ষ। এই প্রক্রিয়ার মাধ্যমে চীনের শেয়ারবাজার থেকে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান, সরকার, আন্তর্জাতিক সংগঠন মূলধন সংগ্রহ করে থাকে। মিসরের সরকারও সেই একই পথ অনুসরণ করেছে চীনের বাজার থেকে তহবিল সংগ্রহ করতে গিয়ে।
মিসরই আরব বিশ্ব ও উত্তর আফ্রিকার প্রথম দেশ, যারা চীনা মুদ্রার পান্ডা বন্ড ইস্যু করেছে। এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে ডলারের প্রভাব হ্রাসের যে প্রক্রিয়া, তা আরও এক ধাপ এগিয়ে গেল। মিসর ছাড়াও অনেক দেশই বর্তমানে রিজার্ভ, বৈদেশিক ঋণ গ্রহণ বা পরিশোধের ক্ষেত্রে ডলারের পাশাপাশি অন্যান্য মুদ্রাকেও প্রাধান্য দিচ্ছে।
এদিকে এরই মধ্যে ডলারে বিপুল পরিমাণ বন্ডের বিনিময়ে তহবিল সংগ্রহ করেছে মিসর। আগামী বছরগুলোতে সেসব বন্ড ম্যাচিউর হয়ে যাবে অর্থাৎ সেগুলোকে সুদ সমেত ফেরত দেওয়া সময় হয়ে যাবে। মিসরের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশটিকে ২০২৩ সালের দ্বিতীয়ার্ধের মধ্যে ১১ দশমিক ৭৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে। এর মধ্যে আগামী নভেম্বরে পরিশোধ করতে হবে ৫০০ মিলিয়ন ডলার মূল্যের ইউরো বন্ড। এ ছাড়া ২০২৪ সালের প্রথমার্ধে মিসরকে ঋণ পরিশোধ করতে হবে ১৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার।
বিগত ৮ বছরে মিসরের জাতীয় ঋণ এত বেশি বেড়েছে যে, তা দেশটির মোট জিডিপির ৪৩ শতাংশে পৌঁছেছে। এই অবস্থায় বিনিয়োগকারীরা মিসরের বাজার থেকে চলে যাচ্ছেন, যা দেশটির অর্থনৈতিক পরিস্থিতিকে আরও খারাপ করছে।
বেশ কয়েক বছর ধরেই ঋণের ভারে জর্জরিত মিসর। ঋণ থেকে মুক্তি পেতে নানা চেষ্টা করে যাচ্ছে দেশটির সরকার। সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেশটির এবার চীনা মুদ্রা ইউয়ানে বিনিময় করা যাবে এমন বন্ড বাজারে ছেড়েছে। বাজারে চীনা মুদ্রার এসব বন্ডকে পান্ডা বন্ড বলে আখ্যায়িত করা হয়। মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিষয়টির সঙ্গে জড়িত মিসরীয় এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার তিন বছর মেয়াদি ৩৫০ কোটি ইউয়ান বা ৪৭৯ মিলিয়ন ডলারের সমমূল্যের বন্ড বাজারে ছেড়েছে। এসব বন্ডের বিপরীতে সাড়ে ৩ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ওই কর্মকর্তা জানিয়েছেন, এর আগে মিসর সরকার ডলারে যেসব বন্ড ছেড়েছিল, তার চেয়ে কম সুদ দেওয়া হবে ইউয়ানে ছাড়া বন্ডের বিপরীতে।
গত সপ্তাহে মিসরের অর্থমন্ত্রী মোহাম্মদ মাঈত ব্লুমবার্গকে বলেছিলেন, ‘আমরা ভিন্ন ভিন্ন পুঁজিবাজারের মাধ্যমে আমাদের অর্থ সংগ্রহের উৎসগুলো বৈচিত্র্যময় করার পাশাপাশি চ্যালেঞ্জিং উচ্চ সুদহারের পরিবেশে ঋণের খরচ কমাতে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে গ্যারান্টি সুরক্ষিত করতে কাজ করছি।’
সাধারণত চীনা মুদ্রার এই পান্ডা বন্ডগুলো চীনের বাজারে ছাড়া হয়। তবে এ ক্ষেত্রে বন্ডগুলো ছাড়ে অচীনা কোনো পক্ষ। এই প্রক্রিয়ার মাধ্যমে চীনের শেয়ারবাজার থেকে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান, সরকার, আন্তর্জাতিক সংগঠন মূলধন সংগ্রহ করে থাকে। মিসরের সরকারও সেই একই পথ অনুসরণ করেছে চীনের বাজার থেকে তহবিল সংগ্রহ করতে গিয়ে।
মিসরই আরব বিশ্ব ও উত্তর আফ্রিকার প্রথম দেশ, যারা চীনা মুদ্রার পান্ডা বন্ড ইস্যু করেছে। এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে ডলারের প্রভাব হ্রাসের যে প্রক্রিয়া, তা আরও এক ধাপ এগিয়ে গেল। মিসর ছাড়াও অনেক দেশই বর্তমানে রিজার্ভ, বৈদেশিক ঋণ গ্রহণ বা পরিশোধের ক্ষেত্রে ডলারের পাশাপাশি অন্যান্য মুদ্রাকেও প্রাধান্য দিচ্ছে।
এদিকে এরই মধ্যে ডলারে বিপুল পরিমাণ বন্ডের বিনিময়ে তহবিল সংগ্রহ করেছে মিসর। আগামী বছরগুলোতে সেসব বন্ড ম্যাচিউর হয়ে যাবে অর্থাৎ সেগুলোকে সুদ সমেত ফেরত দেওয়া সময় হয়ে যাবে। মিসরের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশটিকে ২০২৩ সালের দ্বিতীয়ার্ধের মধ্যে ১১ দশমিক ৭৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে। এর মধ্যে আগামী নভেম্বরে পরিশোধ করতে হবে ৫০০ মিলিয়ন ডলার মূল্যের ইউরো বন্ড। এ ছাড়া ২০২৪ সালের প্রথমার্ধে মিসরকে ঋণ পরিশোধ করতে হবে ১৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার।
বিগত ৮ বছরে মিসরের জাতীয় ঋণ এত বেশি বেড়েছে যে, তা দেশটির মোট জিডিপির ৪৩ শতাংশে পৌঁছেছে। এই অবস্থায় বিনিয়োগকারীরা মিসরের বাজার থেকে চলে যাচ্ছেন, যা দেশটির অর্থনৈতিক পরিস্থিতিকে আরও খারাপ করছে।
বিশ্বজুড়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিরাপদ হলেও দেশের পরিস্থিতি ভিন্ন। এ খাতে বিনিয়োগ করে মুনাফা দূরে থাক, মূলধন ফেরত পাওয়া নিয়েই দেখা দেয় অনিশ্চয়তা। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা হচ্ছে। এই বিধিমালা অনুযায়ী, ভবিষ্যতে আর কোনো ক্লোজ এন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ড বাজারে আসতে দেওয়া
৭ ঘণ্টা আগেনিরাপদ ও স্বস্তিকর ব্যবসার পরিবেশ দাবি করেছেন দেশের গাড়ি ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন গাড়ি বিক্রয়কেন্দ্রে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা ধরা পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী মাস থেকে গাড়ি ছাড়, নিবন্ধন ও সরকারকে রাজস্ব প্রদান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দ
৮ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা বাড়বে, মাঠের কাজে মনোযোগ কমবে, এমন আশঙ্কা থেকেই সরকার এবার আগেভাগে পদক্ষেপ নিয়েছে। উন্নয়ন প্রকল্পের গতি ধরে রাখতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা আরএডিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে ছয় মাস আগেই।
৮ ঘণ্টা আগেদেশের বাজারে সোনার দাম নতুন ইতিহাস গড়ছে। সবশেষ আজ রোববার (১৯ অক্টোবর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল সোমবার থেকে বাজুসের ঘোষিত নতুন দাম কার্যকর হবে। বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দরে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।
১০ ঘণ্টা আগে