Ajker Patrika

আইএমএফ দিচ্ছে ঋণ, প্রথম কিস্তির ৪৪ কোটি ডলার মিলবে ফেব্রুয়ারিতে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ২১: ৩৬
আইএমএফ দিচ্ছে ঋণ, প্রথম কিস্তির ৪৪ কোটি ডলার মিলবে ফেব্রুয়ারিতে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে চাওয়া ঋণের প্রথম কিস্তির ৪৪ কোটি ৭০ মিলিয়ন ডলার আগামী বছরের ফেব্রুয়ারিতে পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী ২০২৬ সালের মধ্যে আইএমএফ পুরো ঋণ দেবে ঋণ দেবে বলে বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। ঋণের আনুষ্ঠানিকতা আগামী তিন মাসের মধ্যে শেষ হবে। ঋণের প্রথম কিস্তি আগামী ফেব্রুয়ারিতে পাওয়া যাবে। এর পরিমাণ ৪৪৭ মিলিয়ন (৪৪.৭ কোটি) মার্কিন ডলার। মোট ৭ কিস্তিতে এঋন পাওয়া যাবে। পরের ছয় কিস্তির প্রতিটিতে ৬৬৬ মিলিয়ন ডলার করে ঋণ মিলবে।’

চলমান অর্থনৈতিক সংকটসহ রিজার্ভ ও ডলারের যোগান বাড়াতে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। এবিষয়ে আলোচনার জন্য গত ২৬ অক্টোবর থেকে আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।

আইএমএফের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির সহায়তায় ৪২ মাসে মোট ৪৫০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। এসব তহবিলের লক্ষ্য হলো- সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে টিকিয়ে রাখা এবং জোরালো, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব প্রবৃদ্ধিকে সহায়তা করে, সঙ্গে সঙ্গে হুমকির মুখে থাকাদের রক্ষা করা।

এর মধ্যে রেজিলিয়েন্স ও সাস্টেইন্যাবিলিটি ফান্ডের (আরএসএফ) আওতায় বাংলাদেশকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হতে পারে। ওই অর্থ দিয়ে বাংলাদেশের জলবায়ু খাতে বিনিয়োগ চাহিদা পুরণ ও জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করার কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি আমদানিঘন জলবায়ু বিনিয়োগ থেকে লেনদেন ভারসাম্যে যে চাপ সৃষ্টি হয় তাও কমানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত