নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের কিছু কর্মীর ই–মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। এতে কিছু তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। কিল সিকিউরিটি নামে একটি হ্যাকার গ্রুপ ১২ হাজারের বেশি তথ্য চুরি করেছে বলে দাবি করেছে। হ্যাকাররা অর্থও দাবি করেছিল। তবে ব্যাংকটি বলছে, পুরো সার্ভার হ্যাকারের কবলে পড়েনি। কিছু কর্মীর ই–মেইল আইডি হ্যাকারের হাতে গেলেও সেগুলো পুনরুদ্ধার করা গেছে।
জানা গেছে, কিল সিকিউরিটি নামের হ্যাকার গ্রুপটি অগ্রণী ব্যাংকের ১২ হাজারর বেশি তথ্য হাতিয়েছে। টেলিগ্রাম প্ল্যাটফর্মে গত ১৭ মে হ্যাকারেরা বার্তা দেয়, ৫ হাজার ইউরো না দিলে এসব তথ্য ফাঁস করে দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেয়ে হ্যাকাররা ডার্ক ওয়েবে গত ৬ জুন তথ্যগুলো ফাঁস করে দেয়।
তবে ব্যাংকের একটি সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের কিছু তথ্য ফাঁসের দাবি করে একটি হ্যাকার গ্রুপ অর্থ দাবি করেছিল। বড় ধরনের হ্যাকের কোনো ঘটনা ঘটেনি, কয়েকজন কর্মীর ই–মেইল আইডি হ্যাকড হয়েছিল।
এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুরশীদুল কবির বলেন, আমাদের এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল। এখন সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে। এতে আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। আমাদের আইটি টিম সজাগ আছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বলেন, বেশ কিছু দিন ধরেই সার্ভার স্লো কাজ করছে। সার্কুলারগুলো ওয়েবসাইটে পাওয়া যাচ্ছিল না। আমরা ভেবেছি হয়তো আইটি ভেন্ডর কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে নেগোসিয়েশন চলছে। এখন ভেতরে-ভেতরে হ্যাকারের আক্রমণের কথা শুনেছি। তবে এখন কাজ করছে, সার্ভার স্লো আর নেই।
আইটি বিভাগের এক কর্মকর্তা জানান, অগ্রণী ব্যাংকের আইটি শক্তিশালীই ছিল। আইটি সংক্রান্ত ক্রয় কমিটির ক্ষমতা মানবসম্পদের মহাব্যবস্থাপকের (জিএম) ওপরে ছিল। তবে আইটি প্রধান শাহিনুর ইসলামের বিরুদ্ধে সফটওয়্যার কেনাকাটায় অনিয়ম পাওয়ার পর ক্রয় কমিটির ক্ষমতা তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এরপর থেকেই তিনি আরও উদাসীন হয়ে পড়েন। সার্ভার হ্যাকের পেছনে তাঁর (আইটি প্রধান) উদাসীনতাকে দায়ী করেন ব্যাংকটির কর্মকর্তারা।
ব্যাংকটির উপ–ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং ব্যাংকটির আইটি বিভাগের দায়িত্বে থাকা ডিএমডি আব্দুর রহমান গাজী বলেন, ‘বড় ধরনের কোনো হ্যাকিংয়ের ঘটনা না ঘটলেও কিছু কর্মীর ই–মেইল হ্যাকড হয়েছিল। পরে আমরা তা রিকভারি করতে সক্ষম হয়েছি।’
রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের কিছু কর্মীর ই–মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। এতে কিছু তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। কিল সিকিউরিটি নামে একটি হ্যাকার গ্রুপ ১২ হাজারের বেশি তথ্য চুরি করেছে বলে দাবি করেছে। হ্যাকাররা অর্থও দাবি করেছিল। তবে ব্যাংকটি বলছে, পুরো সার্ভার হ্যাকারের কবলে পড়েনি। কিছু কর্মীর ই–মেইল আইডি হ্যাকারের হাতে গেলেও সেগুলো পুনরুদ্ধার করা গেছে।
জানা গেছে, কিল সিকিউরিটি নামের হ্যাকার গ্রুপটি অগ্রণী ব্যাংকের ১২ হাজারর বেশি তথ্য হাতিয়েছে। টেলিগ্রাম প্ল্যাটফর্মে গত ১৭ মে হ্যাকারেরা বার্তা দেয়, ৫ হাজার ইউরো না দিলে এসব তথ্য ফাঁস করে দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেয়ে হ্যাকাররা ডার্ক ওয়েবে গত ৬ জুন তথ্যগুলো ফাঁস করে দেয়।
তবে ব্যাংকের একটি সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের কিছু তথ্য ফাঁসের দাবি করে একটি হ্যাকার গ্রুপ অর্থ দাবি করেছিল। বড় ধরনের হ্যাকের কোনো ঘটনা ঘটেনি, কয়েকজন কর্মীর ই–মেইল আইডি হ্যাকড হয়েছিল।
এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুরশীদুল কবির বলেন, আমাদের এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল। এখন সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে। এতে আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। আমাদের আইটি টিম সজাগ আছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বলেন, বেশ কিছু দিন ধরেই সার্ভার স্লো কাজ করছে। সার্কুলারগুলো ওয়েবসাইটে পাওয়া যাচ্ছিল না। আমরা ভেবেছি হয়তো আইটি ভেন্ডর কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে নেগোসিয়েশন চলছে। এখন ভেতরে-ভেতরে হ্যাকারের আক্রমণের কথা শুনেছি। তবে এখন কাজ করছে, সার্ভার স্লো আর নেই।
আইটি বিভাগের এক কর্মকর্তা জানান, অগ্রণী ব্যাংকের আইটি শক্তিশালীই ছিল। আইটি সংক্রান্ত ক্রয় কমিটির ক্ষমতা মানবসম্পদের মহাব্যবস্থাপকের (জিএম) ওপরে ছিল। তবে আইটি প্রধান শাহিনুর ইসলামের বিরুদ্ধে সফটওয়্যার কেনাকাটায় অনিয়ম পাওয়ার পর ক্রয় কমিটির ক্ষমতা তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এরপর থেকেই তিনি আরও উদাসীন হয়ে পড়েন। সার্ভার হ্যাকের পেছনে তাঁর (আইটি প্রধান) উদাসীনতাকে দায়ী করেন ব্যাংকটির কর্মকর্তারা।
ব্যাংকটির উপ–ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং ব্যাংকটির আইটি বিভাগের দায়িত্বে থাকা ডিএমডি আব্দুর রহমান গাজী বলেন, ‘বড় ধরনের কোনো হ্যাকিংয়ের ঘটনা না ঘটলেও কিছু কর্মীর ই–মেইল হ্যাকড হয়েছিল। পরে আমরা তা রিকভারি করতে সক্ষম হয়েছি।’
উড়োজাহাজের যন্ত্রাংশ, ইঞ্জিন এবং ইঞ্জিনের যন্ত্রাংশের ওপর আরোপিত কর অব্যাহতির দাবি জানিয়েছে দেশের বেসরকারি বিমান সংস্থাগুলোর সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। সংগঠনটি বলছে, আমদানি পর্যায়ে ১ শতাংশ শুল্ক ও ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য ক্রমেই বোঝা হয়ে
১৬ মিনিট আগেঢাকার তিনটি সিদ্ধান্ত ট্রান্সশিপমেন্ট সুবিধার বর্তমান অবস্থার জন্য দায়ী হতে পারে। প্রথমত, সম্প্রতি বাংলাদেশ খরচের পার্থক্যের কারণ দেখিয়ে ভারত থেকে সুতা আমদানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহার বন্ধ করে দিয়েছে। এ পদক্ষেপের ফলে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির চার বছরের আর্থিক প্রতিবেদন ও অন্যান্য বিষয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিকল্প রপ্তানি বাজার খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রধান লক্ষ্যবস্তু চীন। তাদের মধ্যকার সম্পর্ক কেমন হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে