Ajker Patrika

চিনির দাম কেজিতে কমল ৩ টাকা, সর্বোচ্চ ১০৯ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৮: ০৯
চিনির দাম কেজিতে কমল ৩ টাকা, সর্বোচ্চ ১০৯ টাকা

রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে চিনির দাম কেজিপ্রতি তিন টাকা কমানোর ঘোষণা দিল সরকার। প্রতিকেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেটজাত ১০৯ টাকা সর্বোচ্চ খুচরা মূল্য ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সে গত ১৯ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের ২৭ মার্চ তারিখের আবেদন পর্যালোচনায় চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ঘোষণা করা হয়েছে।

পরিশোধিত প্রতিকেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেটজাত ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১০৭ ও ১১২ টাকা। ৮ এপ্রিল থেকে নতুন এই দাম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, গত নভেম্বর মাস থেকে সরকার চিনির দাম কয়েক দফা দাম ঘোষণা করলেও কেউ মানেনি সে মূল্য। ব্যবসায়ীরা নানা অজুহাতে তাদের নির্ধারিত দামেই চিনি বিক্রি করছেন। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হয়েছে ১১২ থেকে ১২০ টাকা কেজি দরে।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে প্রতিকেজি চিনি বিক্রি হয়েছে ১১২-১১৫ টাকা। এক মাস আগে ছিল ১১৫ থেকে ১২০ টাকা এবং এক বছর আগে একই দিনে প্রতিকেজি চিনির দাম ছিল ৭৬-৮০ টাকায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত