Ajker Patrika

সোনার দাম ভরিতে বাড়ল ১৮৩১ টাকা

আপডেট : ১১ মে ২০২৪, ২১: ১২
সোনার দাম ভরিতে বাড়ল ১৮৩১ টাকা

দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৮৩১ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ২৮১ টাকায়। 

আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার থেকেই কার্যকর হবে। 

নতুন দাম অনুযায়ী, ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) এক লাখ ১৭ হাজার ২৮১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনা এক লাখ ১১ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৫ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৩৩৯ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত