Ajker Patrika

বিশ্বব্যাংকের ঋণের কিস্তিতে রিজার্ভে উন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২৩, ২১: ৪৭
বিশ্বব্যাংকের ঋণের কিস্তিতে রিজার্ভে উন্নতি

বাজেটে সহায়তার জন্য বিশ্বব্যাংকের ঋণের কিস্তি বাবদ ৫০৭ মিলিয়ন ডলার এসেছে। যা গতকাল মঙ্গলবার সরাসরি বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হয়েছে। এতে আজ বুধবার দিন শেষে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। আর তার আগের দিন রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। 

সেই পরিমাণের সঙ্গে গতকাল ঋণের কিস্তি যোগ হয়েছে এবং বাংলাদেশে ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণ ডলার পরিশোধ করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. মেজবাউল হক বলেন, ‘ঋণদাতা সংস্থাগুলো থেকে ঋণ চেয়েছিলাম। এরই মধ্যে বিশ্বব্যাংকের একটি কিস্তি আমাদের রিজার্ভে যোগ হয়েছে। আবার কিছু খাতে ডলারের খরচ হয়েছে। এতে গতকাল দিন শেষে যোগ-বিয়োগের মাধ্যমে রিজার্ভ ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে উন্নতি হয়েছে। আরও কয়েকটা সংস্থা থেকে শিগগিরই ঋণের কিস্তি পাওয়া যাবে। আর আগামী দুই মাসে বড় ধরনের ডলার ব্যয়ের খাত নেই। সব মিলে আশা করা যায়, আগামী জুনের মধ্যে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।’

জানা গেছে, দেশের মধ্যে বেশ আগেই ডলারসংকট শুরু হয়। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির পরই এ-সংকটে পড়ে দেশ। যদিও বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ডলার সাশ্রয়ে নানা উদ্যোগ নিয়েছে। বিলাসী আমদানিতেও কড়াকড়ি আরোপ করা হয়। তবুও রিজার্ভের ওপর চাপ কমছে না। আমদানি বিল পরিশোধে প্রতিনিয়তই রিজার্ভ থেকে ডলার ছাড় করতে হচ্ছে। এতে চাপ কমার পরিবর্তে আরও বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত