Ajker Patrika

প্রথম জাতীয় চা পুরস্কার পাবে সাত প্রতিষ্ঠান ও এক ব্যক্তি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ২২ মে ২০২৩, ১৮: ০৬
প্রথম জাতীয় চা পুরস্কার পাবে সাত প্রতিষ্ঠান ও এক ব্যক্তি: বাণিজ্যমন্ত্রী

দেশের চা শিল্পে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ প্রদান করা হবে। আজ সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চা দিবস-২০২৩ উদ্‌যাপন উপলক্ষে ১ম ‘জাতীয় চা পুরস্কার’ প্রদানের লক্ষ্যে যাচাই-বাছাই কমিটির সভায় এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৮টি ক্যাটাগরিতে সাতটি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে একজনকে এই পুরস্কার দেওয়া হবে। চা শিল্পের অগ্রযাত্রাকে আরও বেগবান ও অনুপ্রাণিত করার লক্ষ্যে জাতীয় চা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে সেগুলো হলো, একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান; সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান; শ্রেষ্ঠ চা রপ্তানিকারক; শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী; শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান; বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি; দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান/কোম্পানি ও শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (ব্যক্তি/শ্রমিক)।

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ জুন ১৯৫৭ সালে বাংলাদেশ চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যানের পদ অলংকৃত করেন। পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে দেশের চা শিল্পে অসামান্য অবদান রাখেন। চা শিল্পে জাতির পিতার অবদানকে অবিস্মরণীয় করে রাখতে প্রতিবছর ৪ জুন জাতীয় চা দিবস পালন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত