নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোদে দাঁড়িয়ে ঘাম ঝরলেও মুখে হাসি আমেনা খাতুনের। শান্তিনগরের এক গৃহকর্মী তিনি। বাজারে যাচ্ছিলেন তেল ও ডাল কিনতে। পথেই চোখে পড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাক। দাম শুনেই লাইনে দাঁড়িয়ে গেলেন।
বাজারে যেখানে লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৮৯, সেখানে ট্রাকে মিলছে ১১৫ টাকায়। ২ লিটারে সাশ্রয় ১৪৮ টাকা। সঙ্গে ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি মিলিয়ে তাঁর মোট সাশ্রয় প্রায় ৩০০ টাকা। সংসারের টানাপোড়েনে এই সাশ্রয় আমেনা খাতুনের কাছে অনেক বড় স্বস্তি, যদিও এর জন্য তাঁকে ১ ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
আমেনা খাতুন বলেন, ‘আমি শান্তিনগর বাজারে যাইতেছিলাম সদাই কিনতে। এখানে তেল বেচে দেখে দাঁড়াইছি। আমরা মাইনষের বাড়িত কাম কইরা যা পাই, তা দিয়া কোনোরকম সংসার চালাইতে হয়। টানাটানির সংসারে যদি তিন শ টাকা বাঁচে, এইটা আমাগো জন্য অনেক কিছু। তবে এর জন্য এক ঘণ্টা রইদের মধ্যে দাঁড়াই থাকুন লাগছে আমার।’
আজ রোববার (১০ আগস্ট) থেকে আগের ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারা দেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেলে নিত্যপণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিটি প্যাকেজে রয়েছে ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা) ও ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা)। প্যাকেজের দাম ৪৫০ টাকা।
প্রথম দিন রাজধানীতে ৬০ স্থানে, আর সারা দেশে মোট ১২৮টি ট্রাকে এ পণ্য বিক্রি হয়। প্রতিটি ট্রাকে ৫০০ জনের জন্য পণ্য বরাদ্দ ছিল।
বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই দীর্ঘ লাইন পড়ে যায় এবং গড়ে তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় সব পণ্য শেষ হয়ে যায়। কোথাও কোথাও ভিড় ও অপেক্ষার কারণে অনেকে মাঝপথে ফিরে যান। লাইনে দাঁড়ানো ক্রেতাদের অভিযোগ, পণ্যের তুলনায় মানুষের সংখ্যা বেশি, আর কিছু ক্ষেত্রে কেউ কেউ দুবার পণ্য নিয়েছেন।
সেগুনবাগিচা বাজারের সামনে পণ্য বিক্রি করছিলেন রিনি এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি মো. লিটন। তিনি জানান, বেলা ১টায় বিক্রি শুরু করে আড়াই ঘণ্টায় ৪৩০ জনকে পণ্য দেওয়া হয়েছে, বাকিটা শেষ হতে আধা ঘণ্টা লাগবে। সচিবালয়, শাহবাগ, বনশ্রী, যাত্রাবাড়ীসহ অন্যান্য স্থানে একই পরিস্থিতি ছিল।
বাসাবো বালুর মাঠের ক্রেতা নেসার আহমেদ দোকান বন্ধ রেখে লাইনে দাঁড়িয়েছিলেন। পরে ধৈর্য হারিয়ে ফিরে যান। তাঁর ভাষায়, ‘মানুষের তুলনায় পণ্য কম, তাই শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না, সে নিশ্চয়তা নেই।’
গত মে ও জুন মাসে ঈদুল আজহা সামনে রেখে একইভাবে পণ্য বিক্রি করেছিল টিসিবি। তখন তেলের দাম ছিল লিটারপ্রতি ১৩৫, চিনি কেজিপ্রতি ৮৫ ও ডাল কেজিপ্রতি ৮০ টাকা। এবার তেল লিটারে ২০, চিনি কেজিতে ৫ ও ডাল কেজিতে ১০ টাকা করে কমেছে।
টিসিবির এ কার্যক্রম ঢাকায় চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত, আর ঢাকার বাইরে ৩১ আগস্ট পর্যন্ত।
রোদে দাঁড়িয়ে ঘাম ঝরলেও মুখে হাসি আমেনা খাতুনের। শান্তিনগরের এক গৃহকর্মী তিনি। বাজারে যাচ্ছিলেন তেল ও ডাল কিনতে। পথেই চোখে পড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাক। দাম শুনেই লাইনে দাঁড়িয়ে গেলেন।
বাজারে যেখানে লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৮৯, সেখানে ট্রাকে মিলছে ১১৫ টাকায়। ২ লিটারে সাশ্রয় ১৪৮ টাকা। সঙ্গে ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি মিলিয়ে তাঁর মোট সাশ্রয় প্রায় ৩০০ টাকা। সংসারের টানাপোড়েনে এই সাশ্রয় আমেনা খাতুনের কাছে অনেক বড় স্বস্তি, যদিও এর জন্য তাঁকে ১ ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
আমেনা খাতুন বলেন, ‘আমি শান্তিনগর বাজারে যাইতেছিলাম সদাই কিনতে। এখানে তেল বেচে দেখে দাঁড়াইছি। আমরা মাইনষের বাড়িত কাম কইরা যা পাই, তা দিয়া কোনোরকম সংসার চালাইতে হয়। টানাটানির সংসারে যদি তিন শ টাকা বাঁচে, এইটা আমাগো জন্য অনেক কিছু। তবে এর জন্য এক ঘণ্টা রইদের মধ্যে দাঁড়াই থাকুন লাগছে আমার।’
আজ রোববার (১০ আগস্ট) থেকে আগের ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারা দেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেলে নিত্যপণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিটি প্যাকেজে রয়েছে ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা) ও ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা)। প্যাকেজের দাম ৪৫০ টাকা।
প্রথম দিন রাজধানীতে ৬০ স্থানে, আর সারা দেশে মোট ১২৮টি ট্রাকে এ পণ্য বিক্রি হয়। প্রতিটি ট্রাকে ৫০০ জনের জন্য পণ্য বরাদ্দ ছিল।
বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই দীর্ঘ লাইন পড়ে যায় এবং গড়ে তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় সব পণ্য শেষ হয়ে যায়। কোথাও কোথাও ভিড় ও অপেক্ষার কারণে অনেকে মাঝপথে ফিরে যান। লাইনে দাঁড়ানো ক্রেতাদের অভিযোগ, পণ্যের তুলনায় মানুষের সংখ্যা বেশি, আর কিছু ক্ষেত্রে কেউ কেউ দুবার পণ্য নিয়েছেন।
সেগুনবাগিচা বাজারের সামনে পণ্য বিক্রি করছিলেন রিনি এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি মো. লিটন। তিনি জানান, বেলা ১টায় বিক্রি শুরু করে আড়াই ঘণ্টায় ৪৩০ জনকে পণ্য দেওয়া হয়েছে, বাকিটা শেষ হতে আধা ঘণ্টা লাগবে। সচিবালয়, শাহবাগ, বনশ্রী, যাত্রাবাড়ীসহ অন্যান্য স্থানে একই পরিস্থিতি ছিল।
বাসাবো বালুর মাঠের ক্রেতা নেসার আহমেদ দোকান বন্ধ রেখে লাইনে দাঁড়িয়েছিলেন। পরে ধৈর্য হারিয়ে ফিরে যান। তাঁর ভাষায়, ‘মানুষের তুলনায় পণ্য কম, তাই শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না, সে নিশ্চয়তা নেই।’
গত মে ও জুন মাসে ঈদুল আজহা সামনে রেখে একইভাবে পণ্য বিক্রি করেছিল টিসিবি। তখন তেলের দাম ছিল লিটারপ্রতি ১৩৫, চিনি কেজিপ্রতি ৮৫ ও ডাল কেজিপ্রতি ৮০ টাকা। এবার তেল লিটারে ২০, চিনি কেজিতে ৫ ও ডাল কেজিতে ১০ টাকা করে কমেছে।
টিসিবির এ কার্যক্রম ঢাকায় চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত, আর ঢাকার বাইরে ৩১ আগস্ট পর্যন্ত।
সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের অর্থনীতি পুনরুদ্ধারের কিছু প্রাথমিক চিহ্ন দেখা গেলেও কাঠামোগত সমস্যা এখনো অর্থনীতির গতিকে বাধাগ্রস্ত করছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) ত্রৈমাসিক প্রতিবেদন থেকে এ তথ্য...
৩৬ মিনিট আগেআয়কর রিটার্ন জমা না দিলে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পরিষেবার সংযোগ কেটে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। নতুন আয়কর আইনে কর কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া আছে। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় এমনটাই জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৭ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সেই লক্ষ্য অর্জনে বৈশ্বিক বাজার সম্প্রসারণে ব্যাপক সাফল্য দেখাচ্ছে প্রতিষ্ঠানটি।
৯ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার মালয়েশিয়ার শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটাকে বাংলাদেশে ফাইভ-জি সেবা চালু এবং দেশের ডেটা সেন্টারে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টার অবস্থান করা হোটেলে আজিয়াটা প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
৯ ঘণ্টা আগে