Ajker Patrika

মিয়ানমার থেকেও নিত্যপণ্য আমদানির চুক্তি হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুন ২০২৪, ১৫: ৪৪
মিয়ানমার থেকেও নিত্যপণ্য আমদানির চুক্তি হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাজারে নিত্যপণ্যের চাহিদা পূরণে ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গেও একটি আমদানি চুক্তি সই হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ বুধবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘নিত্যপণ্য আমদানি ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে ভারতের সঙ্গে একটি চুক্তি করতে হচ্ছে। মিয়ানমারের যেসব কৃষিপণ্য উদ্বৃত্ত রয়েছে, সেখান থেকেও যাতে আমদানি করা যায় সে বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করা হয়েছে। আগামী জুলাই মাসে আমরা সেই চুক্তি সই করতে চেষ্টা করব।’

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য হলো সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। সে জন্য বাজারব্যবস্থা ও পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দেশে বোতলজাত পানির দাম বাড়ানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রথম শুনলাম এটা। কেন বাড়ানো হয়েছে খবর নেব। এ ব্যাপারে আমাদের কী করণীয়, অবশ্যই আমরা এটার ব্যবস্থা নেব।’

বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত