বিটিএমএর সংবাদ সম্মেলন
আজকের পত্রিকা ডেস্ক
দেশীয় টেক্সটাইল খাত চরম সংকটে। গ্যাস-সংকট, মূল্যবৃদ্ধির চাপ ছিলই, তার ওপর ভারতীয় সুতার আগ্রাসন পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করেছে। স্থলবন্দর দিয়ে ডাম্পিং মূল্যে সুতা-কাপড় আসায় বাজার খুলে গেছে বিদেশিদের জন্য, স্থানীয় উৎপাদকেরা টিকে থাকার লড়াইয়ে হার মানছে, রপ্তানিও পড়েছে হুমকির মুখে। সবই বিগত সরকারের ভুল নীতির ফল, যে শিল্প একসময় সম্ভাবনার ছিল, আজ তা ধ্বংসের দ্বারপ্রান্তে।
এই সংকট থেকে উত্তরণে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) তিনটি দাবি জানিয়েছে। তাদের মতে, প্রথমত, স্থলবন্দর দিয়ে সুতা আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, গ্যাসের দাম বাড়ানো যাবে না এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, এলডিসি গ্র্যাজুয়েশনের প্রক্রিয়ায় এমন নীতিগত পরিবর্তন করা যাবে না, যা দেশীয় শিল্পকে দুর্বল করে দেয়।
গতকাল সোমবার রাজধানীর একটি ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এভাবেই খাতটির অবস্থান এবং সংকট উত্তরণ-সম্পর্কিত এসব দাবি তুলে ধরেন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এবং রপ্তানি আয়ের অন্যতম চালিকাশক্তি হলো টেক্সটাইল খাত। অথচ নানাবিধ সংকটে এই খাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ডলারের সংকট, ব্যাংক সুদের হার ১৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, নগদ প্রণোদনার অস্বাভাবিক হ্রাস এবং টাকার অবমূল্যায়নের ফলে উদ্যোক্তাদের ওয়ার্কিং ক্যাপিটালের সংকট চরমে পৌঁছেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ খাতে বিনিয়োগ ২২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। এটি বেসরকারি খাতে একক বৃহত্তম বিনিয়োগ। বাংলাদেশের জিডিপিতে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের অবদান প্রায় ১৩ শতাংশ। দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশই আসে এই খাত থেকে। বিটিএমএর সদস্য মিলগুলো তৈরি পোশাক খাতে ৭০ শতাংশ কাঁচামাল সরবরাহ করে, ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
বিটিএমএ জানায়, স্থানীয় বাজারের নিট পোশাক খাতের শতভাগ সুতা এবং উইভিং খাতের ৫০ শতাংশ দেশীয় উৎপাদন থেকে আসে। ডেনিম, হোম টেক্সটাইল এবং টেরিটাওয়েল উৎপাদনেও দেশীয় মিলগুলো শীর্ষস্থানীয়। এই শিল্পে প্রত্যক্ষভাবে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং পরোক্ষভাবে ১ কোটি মানুষের জীবিকা নির্ভর করছে।
শওকত আজিজ আরও বলেন, তিন বছরের বেশি সময় ধরে গ্যাস-সংকট উৎপাদন ব্যাহত করছে। বর্তমানে মিলগুলোর উৎপাদন ক্ষমতা মাত্র ৪০-৫০ শতাংশে নেমে আসায় উৎপাদন খরচ দ্বিগুণ হয়েছে, ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী হওয়া সত্ত্বেও দেশটির সরকার তাদের টেক্সটাইল শিল্পকে রোডট্যাপসহ নানা উপায়ে নগদ প্রণোদনা ও নীতিসহায়তা দিয়ে সুরক্ষা দিচ্ছে। অথচ বাংলাদেশে এলডিসি গ্র্যাজুয়েশনের নামে নীতিগত বাধা তৈরি করে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা দিন দিন কমিয়ে দিচ্ছে।
সংবাদ সম্মেলনে বিটিএমএ সহসভাপতি সালেউদ জামান খান অভিযোগ করেন, ভারত সরকার প্রতি কিলোগ্রাম সুতাতে ১১ রুপি ভর্তুকি দিচ্ছে, সেই সুতা বাংলাদেশে আসছে, কার্যত রাষ্ট্রীয়ভাবে ডাম্পিংকে সহায়তা করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের কারখানাগুলো। গ্যাসের দাম ইউনিটপ্রতি ২০ টাকার নিচে নামানোর দাবি জানান তিনি।
বিটিএমএর সহসভাপতি মো. আবুল কালাম আগামী তিন বছরের জন্য সুদের হার এক অঙ্কের ঘরে স্থির রাখার আহ্বান জানান।
দেশীয় টেক্সটাইল খাত চরম সংকটে। গ্যাস-সংকট, মূল্যবৃদ্ধির চাপ ছিলই, তার ওপর ভারতীয় সুতার আগ্রাসন পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করেছে। স্থলবন্দর দিয়ে ডাম্পিং মূল্যে সুতা-কাপড় আসায় বাজার খুলে গেছে বিদেশিদের জন্য, স্থানীয় উৎপাদকেরা টিকে থাকার লড়াইয়ে হার মানছে, রপ্তানিও পড়েছে হুমকির মুখে। সবই বিগত সরকারের ভুল নীতির ফল, যে শিল্প একসময় সম্ভাবনার ছিল, আজ তা ধ্বংসের দ্বারপ্রান্তে।
এই সংকট থেকে উত্তরণে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) তিনটি দাবি জানিয়েছে। তাদের মতে, প্রথমত, স্থলবন্দর দিয়ে সুতা আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, গ্যাসের দাম বাড়ানো যাবে না এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, এলডিসি গ্র্যাজুয়েশনের প্রক্রিয়ায় এমন নীতিগত পরিবর্তন করা যাবে না, যা দেশীয় শিল্পকে দুর্বল করে দেয়।
গতকাল সোমবার রাজধানীর একটি ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এভাবেই খাতটির অবস্থান এবং সংকট উত্তরণ-সম্পর্কিত এসব দাবি তুলে ধরেন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এবং রপ্তানি আয়ের অন্যতম চালিকাশক্তি হলো টেক্সটাইল খাত। অথচ নানাবিধ সংকটে এই খাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ডলারের সংকট, ব্যাংক সুদের হার ১৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, নগদ প্রণোদনার অস্বাভাবিক হ্রাস এবং টাকার অবমূল্যায়নের ফলে উদ্যোক্তাদের ওয়ার্কিং ক্যাপিটালের সংকট চরমে পৌঁছেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ খাতে বিনিয়োগ ২২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। এটি বেসরকারি খাতে একক বৃহত্তম বিনিয়োগ। বাংলাদেশের জিডিপিতে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের অবদান প্রায় ১৩ শতাংশ। দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশই আসে এই খাত থেকে। বিটিএমএর সদস্য মিলগুলো তৈরি পোশাক খাতে ৭০ শতাংশ কাঁচামাল সরবরাহ করে, ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
বিটিএমএ জানায়, স্থানীয় বাজারের নিট পোশাক খাতের শতভাগ সুতা এবং উইভিং খাতের ৫০ শতাংশ দেশীয় উৎপাদন থেকে আসে। ডেনিম, হোম টেক্সটাইল এবং টেরিটাওয়েল উৎপাদনেও দেশীয় মিলগুলো শীর্ষস্থানীয়। এই শিল্পে প্রত্যক্ষভাবে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং পরোক্ষভাবে ১ কোটি মানুষের জীবিকা নির্ভর করছে।
শওকত আজিজ আরও বলেন, তিন বছরের বেশি সময় ধরে গ্যাস-সংকট উৎপাদন ব্যাহত করছে। বর্তমানে মিলগুলোর উৎপাদন ক্ষমতা মাত্র ৪০-৫০ শতাংশে নেমে আসায় উৎপাদন খরচ দ্বিগুণ হয়েছে, ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী হওয়া সত্ত্বেও দেশটির সরকার তাদের টেক্সটাইল শিল্পকে রোডট্যাপসহ নানা উপায়ে নগদ প্রণোদনা ও নীতিসহায়তা দিয়ে সুরক্ষা দিচ্ছে। অথচ বাংলাদেশে এলডিসি গ্র্যাজুয়েশনের নামে নীতিগত বাধা তৈরি করে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা দিন দিন কমিয়ে দিচ্ছে।
সংবাদ সম্মেলনে বিটিএমএ সহসভাপতি সালেউদ জামান খান অভিযোগ করেন, ভারত সরকার প্রতি কিলোগ্রাম সুতাতে ১১ রুপি ভর্তুকি দিচ্ছে, সেই সুতা বাংলাদেশে আসছে, কার্যত রাষ্ট্রীয়ভাবে ডাম্পিংকে সহায়তা করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের কারখানাগুলো। গ্যাসের দাম ইউনিটপ্রতি ২০ টাকার নিচে নামানোর দাবি জানান তিনি।
বিটিএমএর সহসভাপতি মো. আবুল কালাম আগামী তিন বছরের জন্য সুদের হার এক অঙ্কের ঘরে স্থির রাখার আহ্বান জানান।
দেশের প্রশিক্ষিত রন্ধনশিল্পীরা (শেফ) এখন থেকে পাবেন আন্তর্জাতিক মানের সনদ। রাজধানীর গুলশানের এক হোটেলে গতকাল শনিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউট (আইসিআই) ও যুক্তরাজ্যের ওয়ার্ল্ড মাস্টার শেফসের (ডব্লিউএমসি) মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
৩ ঘণ্টা আগেগত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে মূল্যবৃদ্ধির তুলনায় দরপতন হয়েছে প্রায় ছয় গুণ বেশি। এমন ঢালাও পতনে সূচকের পাশাপাশি বাজার মূলধন কমেছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণও।
৮ ঘণ্টা আগেদেশে ইলিশ উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে বাজারে দাম সাধারণের নাগালের মধ্যে রাখার লক্ষ্য নিয়েই সরকার ২০১৯-২০ অর্থবছরে হাতে নেয় ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্প। তখন দেশে ইলিশের বার্ষিক উৎপাদন ছিল প্রায় ৫ লাখ ৫০ হাজার টন।
৮ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় কাস্টমসের ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) রাতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ কমিটি গঠন করা হয়।
১৩ ঘণ্টা আগে