নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোরবানির পশুর হাট-সংলগ্ন এলাকায় সান্ধ্যকালীন ব্যাংকিং চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
ঈদের আগে কোরবানির পশুর হাটে বিপুল ক্রেতা ও বিক্রেতার সমাগম হয় এবং সেখানে প্রচুর নগদ লেনদেনের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে ক্রেতা-বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা ও সুষ্ঠু লেনদেন নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের আগে নির্ধারিত তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে। পাশাপাশি হাটে অস্থায়ী বুথ স্থাপন করে অর্থ জমা ও উত্তোলন এবং নতুন হিসাব খোলার সুযোগ রাখতে বলা হয়েছে। এসব কার্যক্রমে নিযুক্ত কর্মকর্তাদের বিশেষ ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ পদক্ষেপের ফলে পশুর হাটে নগদ অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এবারে উত্তরা দিয়াবাড়ি (১৬ ও ১৮ নম্বর সেক্টর-সংলগ্ন বউবাজার এলাকার খালি জায়গা), ভাটারা সুতিভোলা খাল-সংলগ্ন খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা স্লুইসগেট পর্যন্ত এলাকা, খিলক্ষেত থানাধীন মাস্তুল চেকপোস্ট-সংলগ্ন পশ্চিম পাড়া এলাকা, মোহাম্মদপুর বছিলা এলাকার ৪০ ফুট রাস্তা-সংলগ্ন খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদিপশুর হাট, মিরপুর সেকশন-৬-এর ইস্টার্ন হাউজিং এলাকার খালি জায়গা, খিলক্ষেতের বনরূপা আবাসিক এলাকা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশ, উত্তর শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট বাজার-সংলগ্ন মৈত্রী সংঘ ক্লাবের আশপাশ এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পার্শ্বের নদীর পাড়, দনিয়া কলেজের পূর্ব পাশে ও সনটেক মহিলা মাদ্রাসার আশপাশ এলাকা, সাদেক হোসেন খোকা মঠের দক্ষিণ পাশ ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল এলাকা, রহমতগঞ্জ ক্লাব-সংলগ্ন এলাকা, শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন এলাকা, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশ, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর-পূর্ব পাশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাগরিকা এলাকা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোরবানির পশুর হাট-সংলগ্ন এলাকায় সান্ধ্যকালীন ব্যাংকিং চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
ঈদের আগে কোরবানির পশুর হাটে বিপুল ক্রেতা ও বিক্রেতার সমাগম হয় এবং সেখানে প্রচুর নগদ লেনদেনের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে ক্রেতা-বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা ও সুষ্ঠু লেনদেন নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের আগে নির্ধারিত তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে। পাশাপাশি হাটে অস্থায়ী বুথ স্থাপন করে অর্থ জমা ও উত্তোলন এবং নতুন হিসাব খোলার সুযোগ রাখতে বলা হয়েছে। এসব কার্যক্রমে নিযুক্ত কর্মকর্তাদের বিশেষ ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ পদক্ষেপের ফলে পশুর হাটে নগদ অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এবারে উত্তরা দিয়াবাড়ি (১৬ ও ১৮ নম্বর সেক্টর-সংলগ্ন বউবাজার এলাকার খালি জায়গা), ভাটারা সুতিভোলা খাল-সংলগ্ন খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা স্লুইসগেট পর্যন্ত এলাকা, খিলক্ষেত থানাধীন মাস্তুল চেকপোস্ট-সংলগ্ন পশ্চিম পাড়া এলাকা, মোহাম্মদপুর বছিলা এলাকার ৪০ ফুট রাস্তা-সংলগ্ন খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদিপশুর হাট, মিরপুর সেকশন-৬-এর ইস্টার্ন হাউজিং এলাকার খালি জায়গা, খিলক্ষেতের বনরূপা আবাসিক এলাকা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশ, উত্তর শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট বাজার-সংলগ্ন মৈত্রী সংঘ ক্লাবের আশপাশ এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পার্শ্বের নদীর পাড়, দনিয়া কলেজের পূর্ব পাশে ও সনটেক মহিলা মাদ্রাসার আশপাশ এলাকা, সাদেক হোসেন খোকা মঠের দক্ষিণ পাশ ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল এলাকা, রহমতগঞ্জ ক্লাব-সংলগ্ন এলাকা, শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন এলাকা, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশ, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর-পূর্ব পাশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাগরিকা এলাকা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে অবস্থান নির্ধারণে বাংলাদেশ চূড়ান্ত প্রস্তুতির পথে হাঁটছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বুধবার একটি আন্তমন্ত্রণালয় সভা করে বাণিজ্য মন্ত্রণালয়, সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগেদেশের সব কর অঞ্চল মিলিয়ে ১৫ হাজার ৪৯৪ জন করদাতার ২০২৩-২৪ কর বছরের আয়কর রিটার্ন নিরীক্ষা বা অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। ওই রিটার্নগুলো র্যান্ডম সিলেকশন পদ্ধতির মাধ্যমে অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
১ ঘণ্টা আগেজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগেদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পণ্যের ওপর এর আগে ৩২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তা আগামী ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়। ট্রাম্প ঘোষিত সেই সময় ঘনিয়ে আসার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শুল্ক-বাণিজ্য চুক্তি করেছে ইন্দোনেশিয়া। আর এই চুক্তির আওতায়
৬ ঘণ্টা আগে