Ajker Patrika

৫০ মাসের বেতনের সমান বোনাস দিল এই কোম্পানি

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০৯: ৪৭
৫০ মাসের বেতনের সমান বোনাস দিল এই কোম্পানি

বছর দুয়েক আগে সুয়েজ খালে কার্গো জাহাজ আটকে সারা দুনিয়ায় আলোচনায় এসেছিল তাইওয়ানের শিপিং কোম্পানি এভারগ্রিন মেরিন করপোরেশন। এবার কর্মীদের অস্বাভাবিক বোনাস দেওয়া নিয়ে আলোচনায় কোম্পানিটি। 

বছর শেষে কিছু কর্মীকে ৫০ মাসের সমান বেতন বোনাস হিসেবে দিয়েছে শিপিং কোম্পানিটি। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ। 

ওই ব্যক্তি বলেন, তাইপেইভিত্তিক শিপিং কোম্পানিটি কিছু কর্মীকে গড়ে ৫০ মাসের বেতনের সমান বা চার বছরের বেশি সময়ের বেতনের সমান বছর শেষের বোনাস দিয়েছে। বোনাসের পরিমাণ কর্মচারীর গ্রেড ও কাজের ওপর নির্ভর করে আলাদা হয়েছে। তবে এই বোনাস শুধু তাঁরাই পেয়েছেন, যাঁরা তাইওয়ানে চুক্তিবদ্ধ। ওই ব্যক্তি এর বেশি কিছু বলতে রাজি হননি। 

এদিকে গত শুক্রবার কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বছরের শেষ বোনাস সব সময় কোম্পানির সারা বছরের পারফরম্যান্স এবং কর্মীদের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয়। এভারগ্রিন মেরিন করপোরেশন এর বেশি কিছু বলতে রাজি হয়নি। 

কোভিড মহামারি পরবর্তী বিশ্বব্যাপী পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে শিপিং বাণিজ্যের হঠাৎ উল্লম্ফনে লাভবান হয়েছে এভারগ্রিন মেরিন। গত দুই বছরে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য ও জ্বালানি সরবরাহের কাজ করেছে কোম্পানিটি। ২০২২ সালে কোম্পানির রাজস্ব বেড়ে রেকর্ড ২০ দশমিক ৭ বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা ২০২০ সালের চেয়ে তিন গুণ বেশি। 

২০২১ সালে সুয়েজ খালে আটকে বৈশ্বিক সরবরাহ চেইনে বড় বিপত্তি ঘটনায় এভার গ্রিনের জাহাজ২০২১ সালের গোড়ার দিকে নিজেদের ভুলে সুয়েজ খালে দীর্ঘদিন তাদের কার্গো আটকে থাকার সময় বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এভারগ্রিন মেরিন। এই কোম্পানি পরিচালিত একটি কার্গো সুয়েজ খালে আটকে সব ধরনের জাহাজ চলাচলের পথ রুদ্ধ করে দেয়। 

তাইপেইভিত্তিক অর্থনীতিবিষয়ক দৈনিক ইকোনমিক ডেইলি নিউজ গত সপ্তাহে এক প্রতিবেদনে বলে, সরবরাহ চেইন চাঙা হওয়ার কারণে কর্মীদের ৫২ মাসের বেতনের সমান পর্যন্ত বোনাস দিয়েছে এভারগ্রিন মেরিন। কিছু কর্মচারী গত ৩০ ডিসেম্বর ৬৫ হাজার ডলারের বেশি বেতন-বোনাস পেয়েছেন। 

অবশ্য এভারগ্রিন মেরিনের সব কর্মী ততটা ভাগ্যবান নন। সাংহাই-ভিত্তিক কর্মীরা মাসিক বেতনের মাত্র পাঁচ থেকে আট গুণ বোনাস পেয়েছেন। তাঁদের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই কর্মীরা। স্থানীয় কর্মীদের উদ্ধৃতি দিয়ে চীনা নিউজ সাইট কাইসিন গ্লোবাল এমন প্রতিবেদন করেছে। 

এদিকে একসঙ্গে এত বোনাস দেওয়ার বিষয়টি ভবিষ্যতে কর্মী অসন্তোষ প্রশমনে কাজে দেবে বলে অনেকে মনে করছেন। কারণ শিপিং কোম্পানিগুলো এরই মধ্যে সতর্ক করছে যে, দ্রুত দুর্বল হতে থাকা বৈশ্বিক প্রবৃদ্ধি এবং সরবরাহ চাহিদায় পতনের ফলে এ বছর লাভের অঙ্কে টান পড়তে পারে। ২০২১ সালে ২৫০ শতাংশ লাভ করেছিল এভারগ্রিন মেরিন। তবে গত বছর শেয়ারদর ৫৪ শতাংশ কমেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত