নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অর্থনৈতিক মন্দা ও ডলারের সংকটে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় ঊর্ধ্বমুখী। চলতি বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে রাজস্ব আদায় হয়েছে ১৬ হাজার ৪৮৪.৬৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১৫ হাজার ৩৮৪.৮৭ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই মাসে আমদানি কমলেও আগস্ট মাসে আবার বেড়েছে। এ বছরের জুলাই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে চট্টগ্রাম কাস্টমসে ২ লাখ ৩ হাজার ৬০৭টি চালান আমদানি হয়। আগস্ট মাসে আমদানি হয় ২ লাখ ১৬ হাজার ৬৬২টি চালান।
কাস্টমস সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে তার আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯৯ কোটি ৭৯ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় ২০২৩-২৪ সালের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৬৬ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এই সময়েও কাস্টম হাউসের রাজস্ব আয়ে পজিটিভ গ্রোথ দেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে ইতিবাচক খবর। চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য চালানে জালিয়াতি রোধে কাজ করছে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) ইউনিট।
অর্থনৈতিক মন্দা ও ডলারের সংকটে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় ঊর্ধ্বমুখী। চলতি বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে রাজস্ব আদায় হয়েছে ১৬ হাজার ৪৮৪.৬৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১৫ হাজার ৩৮৪.৮৭ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই মাসে আমদানি কমলেও আগস্ট মাসে আবার বেড়েছে। এ বছরের জুলাই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে চট্টগ্রাম কাস্টমসে ২ লাখ ৩ হাজার ৬০৭টি চালান আমদানি হয়। আগস্ট মাসে আমদানি হয় ২ লাখ ১৬ হাজার ৬৬২টি চালান।
কাস্টমস সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে তার আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯৯ কোটি ৭৯ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় ২০২৩-২৪ সালের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৬৬ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এই সময়েও কাস্টম হাউসের রাজস্ব আয়ে পজিটিভ গ্রোথ দেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে ইতিবাচক খবর। চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য চালানে জালিয়াতি রোধে কাজ করছে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) ইউনিট।
কাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
৭ ঘণ্টা আগেপশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
১৪ ঘণ্টা আগেগার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড দেশের একটি সুপরিচিত বিমা প্রতিষ্ঠান, সম্প্রতি বিমা কার্যক্রম পরিচালনায় নিয়ম লঙ্ঘনের জন্য সমালোচিত হয়েছে। প্রায় চার বছর ধরে সিইও (মুখ্য নির্বাহী কর্মকর্তা) ছাড়া প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সিইও পদটি শূন্য, যা বিমা আইন..
১ দিন আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো রাজস্ব আহরণের আধুনিক ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে পারছে না। বিশেষ করে আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন এখনো অনেক পিছিয়ে। ২০০৫ সালে অটোমেশনের উদ্যোগ নেওয়া হলেও দুই দশক পরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
১ দিন আগে