Ajker Patrika

ইন্দোনেশিয়ার গোল্ডেন ভিসা পাওয়া প্রথম বিদেশি স্যাম অল্টম্যান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ১২
ইন্দোনেশিয়ার গোল্ডেন ভিসা পাওয়া প্রথম বিদেশি স্যাম অল্টম্যান

প্রথম বিদেশি হিসেবে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যামুয়েল অল্টম্যান ইন্দোনেশিয়ার গোল্ডেন ভিসা পেয়েছেন বলে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে।

ওয়ার্ল্ড ফিগার সাব-ক্যাটাগরিতে অল্টম্যানকে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশটিতে ১০ বছর অবস্থানের সুযোগ পাবেন যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রোগ্রামার স্যাম অল্টম্যান।

জাতীয় অর্থনীতি চাঙ্গা করা এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গত আগস্টের শেষে এই গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দেয় দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া। এই ভিসা প্রোগ্রামের অধীনে বিদেশি ব্যক্তি ও বিনিয়োগকারীরা ইন্দোনেশিয়ায় ৫ কিংবা ১০ বছর বসবাসের সুযোগ পাবেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্যোক্তা স্যাম অল্টম্যান ইন্দোনেশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতেন পারবেন—এমন আশাবাদ জানিয়ে দেশটির অভিবাসন বিভাগ তাঁকে গোল্ডেন ভিসা দিয়েছে। এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন ইন্দোনেশিয়ার অভিবাসন বিভাগের পরিচালক জেনারেল সিলমি কারিম। অন্যান্য সুবিধার মধ্যে চ্যাট জিপিটির সহপ্রতিষ্ঠাতা অল্টম্যান ইন্দোনেশিয়ার বিমানবন্দরে নিরাপত্তা স্ক্রিনিংয়ের সময় বিশেষ অগ্রাধিকার, দীর্ঘ সময় বসবাস এবং সহজে দেশটিতে প্রবেশ ও প্রস্থান করতে পারবেন।

ইন্দোনেশিয়ায় ব্যবসা শুরুর জন্য বিনিয়োগকারীদের ২৫ লাখ মার্কিন ডলারের (৩৮০০ কোটি রুপি) কোম্পানি স্থাপন করতে হবে। আর ১০ বছরের ভিসার জন্য লাগবে ৫০ লাখ ডলারের (৭৬০০ কোটি রুপি) বিনিয়োগ।

বিকল্প উপায়ও থাকছে গোল্ডেন ভিসার আবেদনে। এই ভিসা প্রোগ্রামের অধীনে পাঁচ বছর দেশটিতে বসবাসের অনুমতির জন্য আবেদনকারীদের অবশ্যই সাড়ে ৩ লাখ মার্কিন ডলার এবং ১০ বছর অবস্থানের আবেদন করার ৭ লাখ মার্কিন ডলার জমা দিতে হবে। ইন্দোনেশিয়ার সরকারি বন্ড, সরকারি কোম্পানির শেয়ার ক্রয় কিংবা সঞ্চয়ী হিসাব খুলে দেশটিতে নগদ অর্থ গচ্ছিত রাখার মাধ্যমে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন বিদেশিরা।

বিনিয়োগকারী ছাড়াও গোল্ডেন ভিসার আরও কিছু ক্যাটাগরি আছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের জন্যও থাকছে এই ভিসার সুযোগ। গোল্ডেন ভিসার জন্য যোগ্য বিদেশি নাগরিকদের নাম প্রস্তাব ও সুপারিশ করার জন্য রয়েছে ইন্দোনেশিয়ার একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিবেশ থমথমে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত