Ajker Patrika

স্টার লাইন পিঠা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত 

স্টার লাইন পিঠা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত 

খাদ্যসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘পিঠা প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনালে। শুক্রবার মহাখালী ডিওএইচএসের রাওয়া কনভেনশন হলে এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

এর আগে, গত ৩ ডিসেম্বর, ২০২১ থেকে দেশব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়। 

প্রতিযোগিতায় দেশের ১০টি অঞ্চলে আঞ্চলিকভাবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইয়েস কার্ড বিজয়ীদের নিয়ে ঢাকায় ১৮ ফেব্রুয়ারি ২০২২ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে ঢাকার সুবর্ণা লতা, যশোরের রিফাত সুলতানা ও গোপালগঞ্জের জাকিয়া সুলতানা। বিজয়ীদের মাঝে ঘোষিত নগদ অর্থ ও পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা এম পি। 

স্টার লাইন ফুড প্রোডাক্টস লি. এর সার্বিক সহযোগিতায় ও লবী রহমান’স ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মকবুল হোসেন, দৈনিক আমার কাগজের সম্পাদক মো. ফজলুল হক ভুঁঞা রানা, ফেনী পৌরসভার সাবেক মেয়র ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন। 

এ ছাড়া বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শেফ টনি খান, শেফ আহমেদ ও শেফ ড্যানিয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ লবী রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত