Ajker Patrika

মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে কানাডার সঙ্গে আলোচনা

বাসস, ঢাকা  
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে কানাডার ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বাণিজ্য প্রতিনিধি পল থপিলের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে কানাডার ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বাণিজ্য প্রতিনিধি পল থপিলের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও কানাডার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক সংলাপ শুরুর সম্ভাবনা রয়েছে। এ-সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে ঢাকায়, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থপিলের বৈঠকে এ বিষয়টি গুরুত্ব পায়। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।

কানাডার একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পল থপিল। দলে গিলডান, ব্ল্যাকবেরি, অ্যাডভানটেক, বেল হেলিকপ্টার, জেসিএম পাওয়ার ও এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং অংশ নেন।

পররাষ্ট্রসচিব কানাডার বাজারে বাংলাদেশি পণ্যের জন্য বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত সুবিধার প্রশংসা করেন। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি (এফআইপিএ) দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, ওষুধশিল্প, প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কানাডার আরও বিনিয়োগ আহ্বান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত