Ajker Patrika

নিয়োগ প্রবিধানমালা সংশোধন হচ্ছে

  • খসড়া পর্যালোচনার সভা আজ।
  • বছরে ১১টির পরিবর্তে ৬টি নতুন বিমা অন্তর্ভুক্ত করার প্রস্তাব।
অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১: ১৮
নিয়োগ প্রবিধানমালা সংশোধন হচ্ছে

বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ সংশোধন হতে যাচ্ছে। সংশোধিত প্রবিধানমালায় বছরে ১১টি নতুন বিমার পরিবর্তে ৬টি নতুন বিমা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া, কমিশনের পরিমাণও কমিয়ে ২০ হাজার থেকে ১০ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

সংশোধিত প্রস্তাবে লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে আবেদনকারীকে প্রথম তিন মাসের বিলম্বের জন্য ১০০ এবং পরবর্তী প্রতি মাসের জন্য ৬০০ টাকা ফি প্রদানের শর্ত ছিল, তবে এটি সংশোধন করে প্রতি তিন মাসের বিলম্বে শুধু ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

অস্থায়ী নিয়োগের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া আবেদনকারীকে প্রবিধান ১১ অনুযায়ী অযোগ্য হতে পারবে না। অব্যাহতিপ্রাপ্ত এজেন্টের জন্য বিমাকারী বা ব্রোকার থেকে প্রাপ্ত ছাড়পত্র এবং লেনদেন নিষ্পত্তির প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। সেই সঙ্গে, কর্তৃপক্ষ থেকে ইস্যু করা লাইসেন্সের কপিও জমা দিতে হবে।

এর আগে ২০২১ সালের ১৪ নভেম্বর সরকার বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ গেজেট আকারে প্রকাশ করেছিল। গত বছরের ২৫ আগস্ট বিমা এজেন্ট নিয়োগপ্রক্রিয়া সহজ করার জন্য প্রবিধানমালা সংশোধনের প্রস্তাব জানিয়ে আইডিআরএকে চিঠি দেয় বিআইএ। এর পরিপ্রেক্ষিতে সংশোধনীর খসড়া ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। খসড়া প্রস্তাব পর্যালোচনা করতে আজ ১৬ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হবে। সাঈদ কুতুবের সভাপতিত্বে এ সভায় আইডিআরএ চেয়ারম্যান, জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বিআইএ চেয়ারম্যান এবং বিআইএফ সভাপতিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত