অনলাইন ডেস্ক
বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ সংশোধন হতে যাচ্ছে। সংশোধিত প্রবিধানমালায় বছরে ১১টি নতুন বিমার পরিবর্তে ৬টি নতুন বিমা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া, কমিশনের পরিমাণও কমিয়ে ২০ হাজার থেকে ১০ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
সংশোধিত প্রস্তাবে লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে আবেদনকারীকে প্রথম তিন মাসের বিলম্বের জন্য ১০০ এবং পরবর্তী প্রতি মাসের জন্য ৬০০ টাকা ফি প্রদানের শর্ত ছিল, তবে এটি সংশোধন করে প্রতি তিন মাসের বিলম্বে শুধু ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
অস্থায়ী নিয়োগের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া আবেদনকারীকে প্রবিধান ১১ অনুযায়ী অযোগ্য হতে পারবে না। অব্যাহতিপ্রাপ্ত এজেন্টের জন্য বিমাকারী বা ব্রোকার থেকে প্রাপ্ত ছাড়পত্র এবং লেনদেন নিষ্পত্তির প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। সেই সঙ্গে, কর্তৃপক্ষ থেকে ইস্যু করা লাইসেন্সের কপিও জমা দিতে হবে।
এর আগে ২০২১ সালের ১৪ নভেম্বর সরকার বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ গেজেট আকারে প্রকাশ করেছিল। গত বছরের ২৫ আগস্ট বিমা এজেন্ট নিয়োগপ্রক্রিয়া সহজ করার জন্য প্রবিধানমালা সংশোধনের প্রস্তাব জানিয়ে আইডিআরএকে চিঠি দেয় বিআইএ। এর পরিপ্রেক্ষিতে সংশোধনীর খসড়া ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। খসড়া প্রস্তাব পর্যালোচনা করতে আজ ১৬ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হবে। সাঈদ কুতুবের সভাপতিত্বে এ সভায় আইডিআরএ চেয়ারম্যান, জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বিআইএ চেয়ারম্যান এবং বিআইএফ সভাপতিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ সংশোধন হতে যাচ্ছে। সংশোধিত প্রবিধানমালায় বছরে ১১টি নতুন বিমার পরিবর্তে ৬টি নতুন বিমা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া, কমিশনের পরিমাণও কমিয়ে ২০ হাজার থেকে ১০ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
সংশোধিত প্রস্তাবে লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে আবেদনকারীকে প্রথম তিন মাসের বিলম্বের জন্য ১০০ এবং পরবর্তী প্রতি মাসের জন্য ৬০০ টাকা ফি প্রদানের শর্ত ছিল, তবে এটি সংশোধন করে প্রতি তিন মাসের বিলম্বে শুধু ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
অস্থায়ী নিয়োগের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া আবেদনকারীকে প্রবিধান ১১ অনুযায়ী অযোগ্য হতে পারবে না। অব্যাহতিপ্রাপ্ত এজেন্টের জন্য বিমাকারী বা ব্রোকার থেকে প্রাপ্ত ছাড়পত্র এবং লেনদেন নিষ্পত্তির প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। সেই সঙ্গে, কর্তৃপক্ষ থেকে ইস্যু করা লাইসেন্সের কপিও জমা দিতে হবে।
এর আগে ২০২১ সালের ১৪ নভেম্বর সরকার বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ গেজেট আকারে প্রকাশ করেছিল। গত বছরের ২৫ আগস্ট বিমা এজেন্ট নিয়োগপ্রক্রিয়া সহজ করার জন্য প্রবিধানমালা সংশোধনের প্রস্তাব জানিয়ে আইডিআরএকে চিঠি দেয় বিআইএ। এর পরিপ্রেক্ষিতে সংশোধনীর খসড়া ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। খসড়া প্রস্তাব পর্যালোচনা করতে আজ ১৬ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হবে। সাঈদ কুতুবের সভাপতিত্বে এ সভায় আইডিআরএ চেয়ারম্যান, জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বিআইএ চেয়ারম্যান এবং বিআইএফ সভাপতিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
১৮ ঘণ্টা আগেচলতি মাসে উচ্চপর্যায়ের একটি জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা। এই প্রতিনিধিদলে জার্মান পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশটির রপ্তানি ঋণ সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর
১ দিন আগেবিশ্বখ্যাত অডিট ফার্ম পিডব্লিউসি বিভিন্ন দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। বিশালাকার এই অ্যাকাউন্টিং ফার্মটির কর্তাব্যক্তিদের মতে, ছোট, ঝুঁকিপূর্ণ বা অলাভজনক বিবেচিত এক ডজনের বেশি দেশে ব্যবসা বন্ধ করেছে। কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতেই তাদের এই পদক্ষেপ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল...
১ দিন আগেচলতি অর্থবছরের মাত্র তিন মাস বাকি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এখনো খরচ করা বাকি রয়েছে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসে খরচ হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট সংশোধিত এডিপির...
১ দিন আগে