নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম
চলতি অর্থবছরের প্রথম চার মাস (জুলাই-অক্টোবর) সময়ে কোনো মাসেই মাসওয়ারি শুল্ক-কর আদায় করা সম্ভব হয়নি। প্রতি মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্য থেকে বেশ পিছিয়ে ছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে চার মাসে রাজস্ব ঘাটতি হয়েছে ৩০ হাজার ৭৬৮ কোটি টাকা। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআরের হিসাব অনুসারে, গত জুলাই-অক্টোবর সময়ে তাদের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল মোট ১ লাখ ৩২ হাজার ১১২ কোটি টাকা। তবে এই সময়ে আদায় হয়েছে ১ লাখ ১ হাজার ৩৪৪ কোটি টাকা। সব মিলিয়ে রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৬৭ কোটি টাকা।
এনবিআরের তথ্যে দেখা গেছে, গত অর্থবছরের (২০২৩-২৪) প্রথম চার মাসের তুলনায় এবার বেশি রাজস্ব আদায় হয়েছে। গত বছরের একই সময়ে ৯৩ হাজার ২৪২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। অর্থাৎ এ বছর প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৬৯ শতাংশ।
চলতি অর্থবছরে এনবিআরের জন্য সব মিলিয়ে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই-অক্টোবর সময়ে আমদানি, ভ্যাট ও আয়কর—তিন খাতের কোনোটিতেই লক্ষ্য পূরণ হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি আয়কর খাতে। এই খাতে চার মাসে ঘাটতি ছিল ১২ হাজার ৭৩৯ কোটি টাকার মতো। আয়কর খাতে ৪৫ হাজার ২৪২ কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও হয়েছে ৩২ হাজার ৪৮৯ কোটি টাকা।
আমদানি খাতে ৩৯ হাজার ৬৩০ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে ৩২ হাজার ৭১৮ কোটি টাকা আদায় হয়েছে। ঘাটতি প্রায় ৬ হাজার ৯১২ কোটি টাকা।
অন্যদিকে ভ্যাট খাতে ঘাটতি ছিল ১১ হাজার ১০২ কোটি টাকা। ভ্যাট আদায় হয়েছে ৩৬ হাজার ১৩৭ কোটি টাকা। অথচ লক্ষ্য ছিল ৪৭ হাজার ২৩৯ কোটি টাকা।
এদিকে চলতি অর্থবছরের প্রথম চার মাসে চট্টগ্রাম কাস্টম হাউসের লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব কম আদায় হয়েছে ২ হাজার ৪১৭ কোটি টাকা বা ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৬৩০ কোটি টাকা। বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৪ হাজার ২২৩ কোটি টাকা। অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রাজস্ব আয় হয়েছিল ২২ হাজার ৫৬১ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় চলতি বছরে ১ হাজার ৬৬২ কোটি টাকা বা ৭ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক বাধাগুলো কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমদানির পরিমাণ ও রাজস্ব ফের বাড়বে।
চলতি অর্থবছরের প্রথম চার মাস (জুলাই-অক্টোবর) সময়ে কোনো মাসেই মাসওয়ারি শুল্ক-কর আদায় করা সম্ভব হয়নি। প্রতি মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্য থেকে বেশ পিছিয়ে ছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে চার মাসে রাজস্ব ঘাটতি হয়েছে ৩০ হাজার ৭৬৮ কোটি টাকা। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআরের হিসাব অনুসারে, গত জুলাই-অক্টোবর সময়ে তাদের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল মোট ১ লাখ ৩২ হাজার ১১২ কোটি টাকা। তবে এই সময়ে আদায় হয়েছে ১ লাখ ১ হাজার ৩৪৪ কোটি টাকা। সব মিলিয়ে রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৬৭ কোটি টাকা।
এনবিআরের তথ্যে দেখা গেছে, গত অর্থবছরের (২০২৩-২৪) প্রথম চার মাসের তুলনায় এবার বেশি রাজস্ব আদায় হয়েছে। গত বছরের একই সময়ে ৯৩ হাজার ২৪২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। অর্থাৎ এ বছর প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৬৯ শতাংশ।
চলতি অর্থবছরে এনবিআরের জন্য সব মিলিয়ে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই-অক্টোবর সময়ে আমদানি, ভ্যাট ও আয়কর—তিন খাতের কোনোটিতেই লক্ষ্য পূরণ হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি আয়কর খাতে। এই খাতে চার মাসে ঘাটতি ছিল ১২ হাজার ৭৩৯ কোটি টাকার মতো। আয়কর খাতে ৪৫ হাজার ২৪২ কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও হয়েছে ৩২ হাজার ৪৮৯ কোটি টাকা।
আমদানি খাতে ৩৯ হাজার ৬৩০ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে ৩২ হাজার ৭১৮ কোটি টাকা আদায় হয়েছে। ঘাটতি প্রায় ৬ হাজার ৯১২ কোটি টাকা।
অন্যদিকে ভ্যাট খাতে ঘাটতি ছিল ১১ হাজার ১০২ কোটি টাকা। ভ্যাট আদায় হয়েছে ৩৬ হাজার ১৩৭ কোটি টাকা। অথচ লক্ষ্য ছিল ৪৭ হাজার ২৩৯ কোটি টাকা।
এদিকে চলতি অর্থবছরের প্রথম চার মাসে চট্টগ্রাম কাস্টম হাউসের লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব কম আদায় হয়েছে ২ হাজার ৪১৭ কোটি টাকা বা ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৬৩০ কোটি টাকা। বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৪ হাজার ২২৩ কোটি টাকা। অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রাজস্ব আয় হয়েছিল ২২ হাজার ৫৬১ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় চলতি বছরে ১ হাজার ৬৬২ কোটি টাকা বা ৭ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক বাধাগুলো কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমদানির পরিমাণ ও রাজস্ব ফের বাড়বে।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
১ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
২ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
২ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
২ ঘণ্টা আগে