Ajker Patrika

ফের বেড়েছে আন্তব্যাংকে ডলারের বিক্রয়মূল্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬: ১৯
ফের বেড়েছে আন্তব্যাংকে ডলারের বিক্রয়মূল্য

দেশে আন্তব্যাংক ডলারের বিক্রয়মূল্য ফের বেড়েছে। আজ বুধবার এক ব্যাংক অপর ব্যাংকের কাছে প্রতি ডলার বিক্রি করেছে ১০৬ টাকা ৯০ পয়সায়, যা গত মঙ্গলবার ছিল ১০৬ টাকা ১৫ পয়সা। সেই হিসাবে এক দিনের ব্যবধানের এক ডলারের বিক্রয়মূল্য বেড়েছে ৭৫ পয়সা। 

একইভাবে ব্যাংকগুলো মধ্যে ডলারের গড় ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১০২ টাকা ৩৭ পয়সা। এটি মঙ্গলবার ছিল ১০১ টাকা ৬৭ পয়সা। বুধবার এই আন্তব্যাংক ডলার বিক্রির রেট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাজারে ডলার ও টাকার জোগান-চাহিদার ভিত্তিতে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) বিবেচনায় ডলারের এই দাম নির্ধারণ করা হয়েছে। 

জানা গেছে, মঙ্গলবার দেশের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ ১০ টাকা ডলারে দাম বেড়ে যায়, এর বিপরীতে মান হারায় টাকা। গতকাল এক লাফে প্রতি ডলার সর্বোচ্চ ১০৬ টাকা ১৫ পয়সা দরে বিক্রি করে এবং তাদের ক্রয়মূল্য ছিল ১০১ টাকা ৬৭ পয়সা, যা তার আগের দিন ৯৬ টাকা ডলারের দাম ছিল। আর রিজার্ভ ছিল ৩৭.১৩ বিলিয়ন ডলারে। তবে ডলারের নতুন দাম কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দর নয়। ব্যাংগুলো নিজেদের মধ্যে এই দরে ডলার ক্রয়-বিক্রয় করেছে। 

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বাফেদার বিবেচনায় ডলারের নতুন দাম প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাফেদার নির্ধারিত দরে ব্যাংকগুলো নিজেরা লেনদেন করবে এবং সেটি আন্তব্যাংক লেনদেন হিসাবে বিবেচিত হবে। কেন্দ্রীয় ব্যাংক আগের মতো প্রতিদিন ডলার বিক্রি করবে না। তবে প্রয়োজন হলে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে। কিন্তু আন্তব্যাংকের রেট বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রির রেট হবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত