নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাজারে নিত্যপণ্য ও শাক-সবজির বাড়তি দামের কারণে স্বস্তিতে নেই ক্রেতারা। শীত মৌসুম ও বাজারে সরবরাহ প্রচুর থাকার পরও সেভাবে কমছে না শাক-সবজি ও মাছের দাম। এ ছাড়া গত কয়েক দিনে বাজারে পেঁয়াজের দামও বেড়েছে। পাশাপাশি বেড়েছে আটা-ময়দার দাম।
শীতের এই মৌসুমে দেশের খাল-বিল-নালায় পানি কমে আসায় মাছের সরবরাহ বাড়লেও বাজারে মাছের দাম কমার কোনো লক্ষণ নেই, বরং আরও বাড়ছে। মাছের পাশাপাশি বেড়েছে ব্রয়লার মুরগির দামও। বাড়তি দামের ফলে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ বেশি বেকায়দায় পড়েছেন। বিষয়টি নিয়ে মানুষের মধ্যে রয়েছে ক্ষোভ ও কষ্ট। বাড়তি দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ না থাকায় বিক্রেতারা দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও অভিযোগ ক্রেতাদের। অবশ্য মূল্যবৃদ্ধির বিষয়ে বিক্রেতাদেরও রয়েছে সরবরাহ কম, বৃষ্টি—এই ধরনের বিভিন্ন অজুহাত।
আজ শুক্রবার রাজধানীর মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে সবজি ও নিত্যপণ্য কিনতে আসা কবিরুল ইসলাম বলেন, ‘শীতের এই ভরা মৌসুমেও কেন শাকসবজি ও মাছের দাম কমছে না, এটা ভাবার বিষয়।’ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ না থাকায় বিক্রেতারা নিজেদের মধ্যে “সিন্ডিকেট” করে বাড়তি দাম নিচ্ছেন। শাক-সবজির পাশাপাশি মাছ-মাংসের দামও বেশি। আমাদের মতো স্বল্প ও নিম্ন আয়ের মানুষের জন্য বিষয়টি কষ্টকর। এ অবস্থার একটা নিরসন হওয়া দরকার।’
এদিকে, গত এক সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে পেঁয়াজের। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে আমদানি করা পেঁয়াজের দামও। আগের সপ্তাহে ৪০ টাকা থাকলেও বর্তমানে ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতাদের অজুহাত—গত কয়েক দিনের বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে।
বিভিন্ন বাজারে ফুলকপি প্রতি পিস ৪০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। শিম প্রতি কেজি ৪০ টাকা এবং মাঝারি আকারের লাউ প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বাজারে নতুন আলুর দাম এখনো চড়া। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায় আর পুরাতন আলু ২৫ টাকা কেজি। এ ছাড়া কাঁচা টমেটো ৩০, লম্বা বেগুন ৪০, গোল বেগুন ৫০, গাজর ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পাকা টমেটোর কেজি এখনো ১০০ টাকা।
অন্য সবজিগুলোর মধ্যে মুলা ৪০, পটোল ৪০, বরবটি ৬০, করলা ৬০, শসা ৩০ থেকে ৪০, পেঁপে ৩০ ও মিষ্টিকুমড়া ৩০ টাকা কেজি দরে এবং কাঁচকলা প্রতি হালি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর লালশাক ও মুলাশাক আঁটি ১০ টাকা করে বিক্রি হচ্ছে। পালংশাকের দাম বাজারভেদে কিছুটা বেশি। প্রতি আঁটি ১০ থেকে ১৫ টাকা এবং লাউশাকের আঁটি ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
শেওড়াপাড়া কাঁচাবাজারের সবজি বিক্রেতা জসিম বলেন, ‘পাইকারি বাজারে সবজির দাম না কমার কারণে আমাদের বাড়তি দামে বিক্রি করতে হয়। তবে শীতকালীন সবজির দাম গত কয়েক দিন আগের চেয়ে কিছুটা কমেছে।’
কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলেন, সবজি পরিবহনে ট্রাকভাড়া আগের চেয়ে অনেকটা বেড়ে যাওয়ায় দাম সেভাবে কমছে না। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় দাম অনেকটা কমে এসেছে বলে জানান তাঁরা।
বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। গত সপ্তাহে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন ব্রয়লার মুরগি ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা দরে। এ ছাড়া লাল লেয়ার মুরগি ২২০ থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২১০ থেকে ২২০ টাকা। এ ছাড়া বাজারে বেড়েছে আটা ও ময়দার দামও। আটার কেজি ৪২ ও ময়দা ৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে। অবশ্য বাজারে ডিমের দাম স্থিতিশীল। ফার্মের লাল মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। আর হাঁসের ডিমের ডজন ১৭০ টাকা।
অন্যদিকে বাজারে মাছের দাম কমার কোনো লক্ষণ নেই। মাঝারি আকারের ইলিশ ৭০০ থেকে ৮০০ আর বড় ইলিশ ৯০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের রুই মাছের কেজি ২৮০ থেকে ৩২০ ও বড় রুই ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাতল মাছের কেজি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া শোল মাছ ৬০০, শিং ৩০০, তেলাপিয়া ও পাঙাশ ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি চিংড়ি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে। আর পুঁটি, খলসে, ট্যাংরাসহ অন্য ছোট মাছের কেজিও বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে। এ ছাড়া চাষ করা পাবদা মাছের কেজি ৩০০ টাকা এবং মৃগেল মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে।
এ বিষয়ে মোহাম্মদপুর কৃষি মার্কেট বাজারের মাছ বিক্রেতা আওলাদ হোসেন বলেন, এ বছর পাইকারি বাজারে মাছের দাম বেশি এবং সরবরাহও কিছুটা কম। এ জন্য কমছে না মাছের দাম।
তবে বিভিন্ন বাজারে আগের বাড়তি দামে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংস। গরুর মাংস এখন ৫৮০ থেকে ৬০০ ও খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থিতিশীল রয়েছে চালের দামও। সরু চালের মধ্যে নাজির ও মিনিকেট বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৮ টাকা কেজি দরে। পাইজাম ও লতার কেজি ৫৫ টাকা এবং মোটা চালের মধ্যে স্বর্ণা ও চায়না ইরি বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা কেজি দরে।
বাজারে নিত্যপণ্য ও শাক-সবজির বাড়তি দামের কারণে স্বস্তিতে নেই ক্রেতারা। শীত মৌসুম ও বাজারে সরবরাহ প্রচুর থাকার পরও সেভাবে কমছে না শাক-সবজি ও মাছের দাম। এ ছাড়া গত কয়েক দিনে বাজারে পেঁয়াজের দামও বেড়েছে। পাশাপাশি বেড়েছে আটা-ময়দার দাম।
শীতের এই মৌসুমে দেশের খাল-বিল-নালায় পানি কমে আসায় মাছের সরবরাহ বাড়লেও বাজারে মাছের দাম কমার কোনো লক্ষণ নেই, বরং আরও বাড়ছে। মাছের পাশাপাশি বেড়েছে ব্রয়লার মুরগির দামও। বাড়তি দামের ফলে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ বেশি বেকায়দায় পড়েছেন। বিষয়টি নিয়ে মানুষের মধ্যে রয়েছে ক্ষোভ ও কষ্ট। বাড়তি দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ না থাকায় বিক্রেতারা দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও অভিযোগ ক্রেতাদের। অবশ্য মূল্যবৃদ্ধির বিষয়ে বিক্রেতাদেরও রয়েছে সরবরাহ কম, বৃষ্টি—এই ধরনের বিভিন্ন অজুহাত।
আজ শুক্রবার রাজধানীর মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে সবজি ও নিত্যপণ্য কিনতে আসা কবিরুল ইসলাম বলেন, ‘শীতের এই ভরা মৌসুমেও কেন শাকসবজি ও মাছের দাম কমছে না, এটা ভাবার বিষয়।’ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ না থাকায় বিক্রেতারা নিজেদের মধ্যে “সিন্ডিকেট” করে বাড়তি দাম নিচ্ছেন। শাক-সবজির পাশাপাশি মাছ-মাংসের দামও বেশি। আমাদের মতো স্বল্প ও নিম্ন আয়ের মানুষের জন্য বিষয়টি কষ্টকর। এ অবস্থার একটা নিরসন হওয়া দরকার।’
এদিকে, গত এক সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে পেঁয়াজের। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে আমদানি করা পেঁয়াজের দামও। আগের সপ্তাহে ৪০ টাকা থাকলেও বর্তমানে ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতাদের অজুহাত—গত কয়েক দিনের বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে।
বিভিন্ন বাজারে ফুলকপি প্রতি পিস ৪০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। শিম প্রতি কেজি ৪০ টাকা এবং মাঝারি আকারের লাউ প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বাজারে নতুন আলুর দাম এখনো চড়া। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায় আর পুরাতন আলু ২৫ টাকা কেজি। এ ছাড়া কাঁচা টমেটো ৩০, লম্বা বেগুন ৪০, গোল বেগুন ৫০, গাজর ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পাকা টমেটোর কেজি এখনো ১০০ টাকা।
অন্য সবজিগুলোর মধ্যে মুলা ৪০, পটোল ৪০, বরবটি ৬০, করলা ৬০, শসা ৩০ থেকে ৪০, পেঁপে ৩০ ও মিষ্টিকুমড়া ৩০ টাকা কেজি দরে এবং কাঁচকলা প্রতি হালি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর লালশাক ও মুলাশাক আঁটি ১০ টাকা করে বিক্রি হচ্ছে। পালংশাকের দাম বাজারভেদে কিছুটা বেশি। প্রতি আঁটি ১০ থেকে ১৫ টাকা এবং লাউশাকের আঁটি ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
শেওড়াপাড়া কাঁচাবাজারের সবজি বিক্রেতা জসিম বলেন, ‘পাইকারি বাজারে সবজির দাম না কমার কারণে আমাদের বাড়তি দামে বিক্রি করতে হয়। তবে শীতকালীন সবজির দাম গত কয়েক দিন আগের চেয়ে কিছুটা কমেছে।’
কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলেন, সবজি পরিবহনে ট্রাকভাড়া আগের চেয়ে অনেকটা বেড়ে যাওয়ায় দাম সেভাবে কমছে না। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় দাম অনেকটা কমে এসেছে বলে জানান তাঁরা।
বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। গত সপ্তাহে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন ব্রয়লার মুরগি ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা দরে। এ ছাড়া লাল লেয়ার মুরগি ২২০ থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২১০ থেকে ২২০ টাকা। এ ছাড়া বাজারে বেড়েছে আটা ও ময়দার দামও। আটার কেজি ৪২ ও ময়দা ৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে। অবশ্য বাজারে ডিমের দাম স্থিতিশীল। ফার্মের লাল মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। আর হাঁসের ডিমের ডজন ১৭০ টাকা।
অন্যদিকে বাজারে মাছের দাম কমার কোনো লক্ষণ নেই। মাঝারি আকারের ইলিশ ৭০০ থেকে ৮০০ আর বড় ইলিশ ৯০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের রুই মাছের কেজি ২৮০ থেকে ৩২০ ও বড় রুই ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাতল মাছের কেজি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া শোল মাছ ৬০০, শিং ৩০০, তেলাপিয়া ও পাঙাশ ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি চিংড়ি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে। আর পুঁটি, খলসে, ট্যাংরাসহ অন্য ছোট মাছের কেজিও বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে। এ ছাড়া চাষ করা পাবদা মাছের কেজি ৩০০ টাকা এবং মৃগেল মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে।
এ বিষয়ে মোহাম্মদপুর কৃষি মার্কেট বাজারের মাছ বিক্রেতা আওলাদ হোসেন বলেন, এ বছর পাইকারি বাজারে মাছের দাম বেশি এবং সরবরাহও কিছুটা কম। এ জন্য কমছে না মাছের দাম।
তবে বিভিন্ন বাজারে আগের বাড়তি দামে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংস। গরুর মাংস এখন ৫৮০ থেকে ৬০০ ও খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থিতিশীল রয়েছে চালের দামও। সরু চালের মধ্যে নাজির ও মিনিকেট বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৮ টাকা কেজি দরে। পাইজাম ও লতার কেজি ৫৫ টাকা এবং মোটা চালের মধ্যে স্বর্ণা ও চায়না ইরি বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা কেজি দরে।
মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আলোচনা শুরুর আগে বাংলাদেশের ‘অভিযোগ প্রত্যাহার’ চেয়ে কূটনৈতিক চাপ বাড়াচ্ছে কুয়ালালামপুর। মানব পাচার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের র্যাংকিংয়ে উন্নতি আনতে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশকে প্রেরিত এক চিঠিতে বলেছে, ঢাকা থেকে আসা অনেক অভিযোগ ‘ভিত্তিহীন ও অসমর্থিত’..
৭ মিনিট আগেঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক নেমে এসেছে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে, ৪,৭৮১ পয়েন্টে। ৯৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতনে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখো বিনিয়োগকারী। বাজারে আস্থা হারাচ্ছেন সবাই, বাড়ছে মার্জিন ঋণের সেল প্রেশার, আর সরকারের সিদ্ধান্তগুলো আস্থার পরিবর্তে বাড়াচ্ছে হতাশা।
১ ঘণ্টা আগেবিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েলের দাম কমায় বিমানভাড়া কমানোর লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বেবিচক সদর...
২ ঘণ্টা আগেঅংশীজনদের মতামত উপেক্ষা করে জারি করা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ তিন দাবি তুলেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি তাঁরা জানিয়েছেন আগামী শনিবারের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন তাঁরা।
২ ঘণ্টা আগে