নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং পর্যটন খাতের টেকসই উন্নয়নে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদির সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৩৪.০৬ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রতিবছর গড়ে ৯ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি উল্লেখ করেন, আর্থিক খাত, টেক্সটাইল, বিদ্যুৎ, নির্মাণ এবং ওষুধশিল্পে শ্রীলঙ্কার বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে বাংলাদেশে ৪২৮.৫৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
তাসকীন আহমেদ বলেন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নির্মাণশিল্প, স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, পর্যটন এবং শিপিং খাতে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পাশাপাশি তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রস্তাবিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
ধর্মপাল বীরাক্কোদি বলেন, শ্রীলঙ্কার সিনথেটিক ফ্যাব্রিক্স খাতের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তিনি স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও ওষুধশিল্পে দুই দেশের উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
বাংলাদেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর জন্য বাংলাদেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান হাইকমিশনার। তিনি আরও বলেন, শ্রীলঙ্কা ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে পিটিএ স্বাক্ষর করেছে এবং বাংলাদেশ-শ্রীলঙ্কা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দ্রুত এ চুক্তি স্বাক্ষরের কোনো বিকল্প নেই।
বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং পর্যটন খাতের টেকসই উন্নয়নে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদির সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৩৪.০৬ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রতিবছর গড়ে ৯ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি উল্লেখ করেন, আর্থিক খাত, টেক্সটাইল, বিদ্যুৎ, নির্মাণ এবং ওষুধশিল্পে শ্রীলঙ্কার বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে বাংলাদেশে ৪২৮.৫৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
তাসকীন আহমেদ বলেন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নির্মাণশিল্প, স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, পর্যটন এবং শিপিং খাতে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পাশাপাশি তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রস্তাবিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
ধর্মপাল বীরাক্কোদি বলেন, শ্রীলঙ্কার সিনথেটিক ফ্যাব্রিক্স খাতের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তিনি স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও ওষুধশিল্পে দুই দেশের উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
বাংলাদেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর জন্য বাংলাদেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান হাইকমিশনার। তিনি আরও বলেন, শ্রীলঙ্কা ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে পিটিএ স্বাক্ষর করেছে এবং বাংলাদেশ-শ্রীলঙ্কা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দ্রুত এ চুক্তি স্বাক্ষরের কোনো বিকল্প নেই।
বাজারে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। যদিও সরকারি ও বেসরকারি পর্যায়ে চালের ব্যাপক আমদানি হচ্ছে এবং এতে সরকারি গুদামে মজুত আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাজারে এর কোনো প্রভাবই পড়ছে না। কমছে না চালের দাম। বরং গত কয়েক সপ্তাহে কিছু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা
৪ ঘণ্টা আগেবাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ রোববার সচিবালয়ে এ সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
৪ ঘণ্টা আগেদেশের বাজারে সোনার দাম প্রতি ভরি এবার বাড়ল ২ হাজার ৬১৩ টাকা। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫৩ হাজার টাকা। নতুন এই দর কাল সোমবার থেকে কার্যকর হবে।
৫ ঘণ্টা আগেস্কুল ব্যাংকিং কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে এবং তাদের অর্থ ব্যবস্থাপনায় দক্ষ করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
৫ ঘণ্টা আগে