বিশেষ প্রতিনিধি, ঢাকা
দেশে খাদ্যশস্যের সরকারি মজুত সন্তোষজনক পর্যায়ে থাকায় চলতি বোরো মৌসুমে আগের বছরের তুলনায় কম ধান ও চাল কিনতে যাচ্ছে সরকার। এবার অভ্যন্তরীণ বাজার থেকে ১৪ লাখ টন বোরো ধান ও চাল সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৩ লাখ টন কম। সরকারের লক্ষ্য হলো, মজুত ভারসাম্য বজায় রেখে ন্যায্যমূল্যে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখা।
আজ বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় ধান ও চাল সংগ্রহের এ লক্ষ্যমাত্রা চূড়ান্ত হওয়ার কথা। একই সঙ্গে ধান ও চালের সংগ্রহ মূল্যও সভায় নির্ধারিত হবে।
খাদ্যসচিব মো. মাসুদুল হাসান এ বিষয়ে আজকের পত্রিকাকে জানিয়েছেন, চলতি মৌসুমে সরকার ১২ থেকে ১৪ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে। তবে কী দামে এসব সংগ্রহ করা হবে, তা পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।
খাদ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কৃষি মন্ত্রণালয় বিঘাপ্রতি উৎপাদন খরচ বিশ্লেষণ করে ধান ও চালের ন্যায্যমূল্য নির্ধারণে প্রস্তাব দেবে। সে প্রস্তাব নিয়ে সভায় আলোচনা শেষে সরকারিভাবে চূড়ান্ত মূল্য নির্ধারিত হবে। তিনি বলেন, বোরোর উৎপাদন ভালো হয়েছে এবং সরকারি গুদামে মজুতও সন্তোষজনক। ফলে গত বছরের কাছাকাছি দামে ধান ও চাল সংগ্রহ করা হতে পারে।
গত বছর সরকার বোরো মৌসুমে ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহ করেছিল। এর মধ্যে ধান ছিল ৫ লাখ টন, সেদ্ধ চাল ১১ লাখ টন ও আতপ চাল ১ লাখ টন। সে সময় প্রতি কেজি ধানের মূল্য ছিল ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা ও আতপ চাল ৪৪ টাকা।
সরকারি হিসাবে বর্তমানে গুদামে মজুত রয়েছে ১৩ লাখ ২০ হাজার ৮৫৪ টন খাদ্যশস্য। এর মধ্যে চাল ৯ লাখ ৪৬ হাজার ৯২১ টন, গম ৩ লাখ ৭১ হাজার ৬৯৫ টন ও ধান ৩ হাজার ৩৬৭ টন।
একই সময়ে ২০২৪ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৭ এপ্রিল পর্যন্ত দেশে সরকারি ও বেসরকারিভাবে ৮ লাখ ৪ হাজার ৯৬০ টন চাল আমদানি করা হয়েছে। এর মধ্যে সরকারিভাবে ৫ লাখ ১৮ হাজার ৭৯০ টন ও বেসরকারিভাবে ২ লাখ ৮৬ হাজার ১৭০ টন চাল আমদানি করা হয়েছে।
অন্যদিকে চলতি অর্থবছরে আমন ধান-চাল সংগ্রহে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৯ লাখ ৫০ হাজার টন। তবে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ৫ লাখ ৩৭ হাজার ৭৪ টন। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সাড়ে ৫ লাখ টন আমন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্য থাকলেও তা এসেছে ৪ লাখ ৩৫ হাজার ২৬০ টন। সাড়ে ৩ লাখ টন ধানের বিপরীতে সংগৃহীত হয়েছে মাত্র ২৬ হাজার ৭১৪ টন এবং ১ লাখ টন আতপ চালের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে ৮৪ হাজার ৬১ টন।
খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এবার বোরো সংগ্রহ সফলভাবে বাস্তবায়ন করতে পারলে বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে। পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমদানির ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করা হচ্ছে।
দেশে খাদ্যশস্যের সরকারি মজুত সন্তোষজনক পর্যায়ে থাকায় চলতি বোরো মৌসুমে আগের বছরের তুলনায় কম ধান ও চাল কিনতে যাচ্ছে সরকার। এবার অভ্যন্তরীণ বাজার থেকে ১৪ লাখ টন বোরো ধান ও চাল সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৩ লাখ টন কম। সরকারের লক্ষ্য হলো, মজুত ভারসাম্য বজায় রেখে ন্যায্যমূল্যে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখা।
আজ বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় ধান ও চাল সংগ্রহের এ লক্ষ্যমাত্রা চূড়ান্ত হওয়ার কথা। একই সঙ্গে ধান ও চালের সংগ্রহ মূল্যও সভায় নির্ধারিত হবে।
খাদ্যসচিব মো. মাসুদুল হাসান এ বিষয়ে আজকের পত্রিকাকে জানিয়েছেন, চলতি মৌসুমে সরকার ১২ থেকে ১৪ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে। তবে কী দামে এসব সংগ্রহ করা হবে, তা পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।
খাদ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কৃষি মন্ত্রণালয় বিঘাপ্রতি উৎপাদন খরচ বিশ্লেষণ করে ধান ও চালের ন্যায্যমূল্য নির্ধারণে প্রস্তাব দেবে। সে প্রস্তাব নিয়ে সভায় আলোচনা শেষে সরকারিভাবে চূড়ান্ত মূল্য নির্ধারিত হবে। তিনি বলেন, বোরোর উৎপাদন ভালো হয়েছে এবং সরকারি গুদামে মজুতও সন্তোষজনক। ফলে গত বছরের কাছাকাছি দামে ধান ও চাল সংগ্রহ করা হতে পারে।
গত বছর সরকার বোরো মৌসুমে ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহ করেছিল। এর মধ্যে ধান ছিল ৫ লাখ টন, সেদ্ধ চাল ১১ লাখ টন ও আতপ চাল ১ লাখ টন। সে সময় প্রতি কেজি ধানের মূল্য ছিল ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা ও আতপ চাল ৪৪ টাকা।
সরকারি হিসাবে বর্তমানে গুদামে মজুত রয়েছে ১৩ লাখ ২০ হাজার ৮৫৪ টন খাদ্যশস্য। এর মধ্যে চাল ৯ লাখ ৪৬ হাজার ৯২১ টন, গম ৩ লাখ ৭১ হাজার ৬৯৫ টন ও ধান ৩ হাজার ৩৬৭ টন।
একই সময়ে ২০২৪ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৭ এপ্রিল পর্যন্ত দেশে সরকারি ও বেসরকারিভাবে ৮ লাখ ৪ হাজার ৯৬০ টন চাল আমদানি করা হয়েছে। এর মধ্যে সরকারিভাবে ৫ লাখ ১৮ হাজার ৭৯০ টন ও বেসরকারিভাবে ২ লাখ ৮৬ হাজার ১৭০ টন চাল আমদানি করা হয়েছে।
অন্যদিকে চলতি অর্থবছরে আমন ধান-চাল সংগ্রহে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৯ লাখ ৫০ হাজার টন। তবে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ৫ লাখ ৩৭ হাজার ৭৪ টন। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সাড়ে ৫ লাখ টন আমন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্য থাকলেও তা এসেছে ৪ লাখ ৩৫ হাজার ২৬০ টন। সাড়ে ৩ লাখ টন ধানের বিপরীতে সংগৃহীত হয়েছে মাত্র ২৬ হাজার ৭১৪ টন এবং ১ লাখ টন আতপ চালের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে ৮৪ হাজার ৬১ টন।
খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এবার বোরো সংগ্রহ সফলভাবে বাস্তবায়ন করতে পারলে বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে। পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমদানির ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করা হচ্ছে।
দেশীয় কৃষিতে সমাধান দিতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এসিআই মোটরস। পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সোনালিকা ট্রাক্টরের দুটি নতুন মডেল উদ্বোধন করা হয়েছে। নতুন এই মডেল দুটি হলো সোনালিকা ৩৫-আরএক্স এবং সোনালিকা অলরাউন্ডার এসএস-৫৫ (১২এফ+৩আর)।
১ ঘণ্টা আগেজব্দ করা ব্যাংক হিসাব থেকে টাকা তুলেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল। আর তাঁকে অর্থ উত্তোলনের এই সুযোগ করে দিয়েছে তাঁরই মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংক। তিনি প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৯৯ সাল থেকে তিনি ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৫ আগস্ট আওয়াম
১ ঘণ্টা আগেদুবাই ডার্মায় বিপুল অঙ্কের রপ্তানি আদেশ পেয়েছে রিমার্ক এলএলসি ইউএসএর মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। এর মধ্যে বাংলাদেশে উৎপাদিত সিওডিলের পণ্যের রপ্তানি আদেশ মিলেছে প্রায় ২ মিলিয়ন ডলারের; যা বাংলাদেশের স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির জন্য মাইলফলক।
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নানা আর্থিক অস্থিরতা, রাজনৈতিক টানাপোড়েন ও বাণিজ্যযুদ্ধের মাঝেও চমক দেখিয়েছে রুশ রুবল। বিশ্ব অর্থনীতির ঘূর্ণিপাকে যখন অধিকাংশ মুদ্রাই দুর্বল হয়েছে, তখন রুবলের উত্থান আন্তর্জাতিক বাজারে নজর কেড়েছে। চলতি বছর বিশ্বের সবচেয়ে ভালো পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে রুশ রুবল। যুদ্ধকালীন অস্থিরতার
২ ঘণ্টা আগে