Ajker Patrika

বেল্ট অ্যান্ড রোডে আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীন 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৩: ৫৬
বেল্ট অ্যান্ড রোডে আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীন 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত উদ্যোগ রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বেইজিং। আজ বুধবার রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ফোরামে ভাষণদানকালে চীনা প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) চীনের সবচেয়ে সাড়া জাগানো আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার উদ্যোগ। ২০১৩ সালে সি চিন পিং এই উদ্যোগের ঘোষণা দেন। যার মাধ্যমে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়ার ৬০টি দেশের যোগাযোগব্যবস্থা, ভৌত অবকাঠামো উন্নয়ন, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন এবং শিল্পায়নে গণচীনের প্রভূত বিনিয়োগ অর্থায়ন সহযোগিতায় বিপ্লবী পরিবর্তন আনা হবে। এটিকে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ও (ওবিওআর) বলা হয়। এর মধ্যে একটি ডাইমেনশন হলো স্থলবেষ্টিত দেশগুলোর মহাসড়ক, রেলযোগাযোগ ও বিমানযোগাযোগ উন্নয়নের মাধ্যমে ‘সিল্ক রোড ইকোনমিক বেল্ট’ গড়ে তোলা। অপরটি হলো সমুদ্রতীরবর্তী দেশগুলোয় গভীর সমুদ্রবন্দর নির্মাণের মাধ্যমে ‘একুশ শতকের মেরিটাইম সিল্ক রোড’ উন্নয়ন কৌশল। 

এর বাইরেও বিশ্লেষকদের মতে, এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মূলত বিশ্বজুড়ে চীনের প্রভাব বিস্তারের অন্যতম কৌশল। তবে বেইজিংয়ের দাবি, তারা এর মাধ্যমে বিশ্বে উন্নয়ন কর্মকাণ্ড ছড়িয়ে দিতে চায়। এরই মধ্যে দেশটি ২ লাখ কোটি ডলার বিনিয়োগ করেছে বিগত ১০ বছরে। এবার আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা এল ১০ বছর পূর্তিতে। 
 
সি ঘোষণা দিয়েছেন, এই রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের ক্ষেত্রে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক ও এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না এই ১০ হাজার কোটি ডলার ঋণ দেবে। প্রতিটি ব্যাংকই আলাদাভাবে সাড়ে ৩০০ বিলিয়ন ইউয়ান বা ৪ হাজার ৭৯০ কোটি ডলার করে ঋণ দেবে। বাকি ৮০ বিলিয়ন ইউয়ান ঋণ দেবে এই উদ্যোগের নিজস্ব ঋণদাতা সংস্থা। 
 
উল্লেখ্য, চীনের রাজধানী বেইজিংয়ে গত ১৭ আগস্ট শুরু হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ফোরাম। আজ বুধবার সেই ফোরামের শেষ দিন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ ১৩০টি দেশের প্রতিনিধিরা এই ফোরামে অংশ নেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জুমারাত তোকায়েভসহ আরও অনেকেই এই ফোরামে যোগ দিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত