Ajker Patrika

লভ্যাংশ বিতরণ না করলে কঠোর হবে বিএসইসি

অনলাইন ডেস্ক
লভ্যাংশ বিতরণ না করলে কঠোর হবে বিএসইসি

নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা ও বিধিমোতাবেক বিতরণ না করলে তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে লভ্যাংশ বিতরণজনিত নন-কমপ্লায়েন্সসহ বিভিন্ন কারণে জেড ক্যাটাগরিতে অবনমন প্রসঙ্গে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা এবং ওই লভ্যাংশ বিধিমোতাবেক বিতরণ করার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সতর্ক করছে বিএসইসি।

ভবিষ্যতেও দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির এ ধরনের কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত থাকবে।

বিএসইসি জানায়, লভ্যাংশ বিতরণজনিত নন-কমপ্লায়েন্সের কারণে কনফিডেন্স সিমেন্টকে জেড ক্যাটাগরিতে অবনমন করা হয়।

এ বিষয়ে আলোচনার জন্য রোববার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা সিইও, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিবকে তলব করে বিএসইসি।

ইতিমধ্যে কনফিডেন্স সিমেন্ট বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করেছে এবং কমপ্লায়েন্স রিপোর্ট জমাদান সম্পন্ন করেছে; যার পরিপ্রেক্ষিতে একই দিনে কোম্পানির শেয়ার জেড থেকে এ শ্রেণিতে উন্নীত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত