Ajker Patrika

ডলারের দাম কমল আরও ২৫ পয়সা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১২: ০৪
ডলারের দাম কমল আরও ২৫ পয়সা

১৫ দিনের ব্যবধানে আরেক দফা কমল ডলারের দাম। তৃতীয় দফায় বৈদেশিক মুদ্রাটির বিনিময় মূল্য কমানো হয়েছে ২৫ পয়সা, যা গতকাল থেকে কার্যকর করা হয়েছে।  ফলে এখন থেকে ডলার কেনা যাবে ১০৯ টাকা ৫০ পয়সায়, আর বিক্রি হবে ১১০ টাকায়।  

বাংলাদেশ ব্যাংকের পরামর্শে গত বুধবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) জরুরি বৈঠক করে ডলারের দাম কমানোর সিদ্ধান্ত নেয়। বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিনিময় হার বাজারভিত্তিক করার অংশ হিসেবে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাফেদা ও এবিবি ডলারের দর নির্ধারণ করছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করে দাম নির্ধারণ করে থাকে সংগঠন দুটি। দায়িত্ব নেওয়ার পর থেকে বরাবরের মতোই মুদ্রাটির দাম বাড়িয়ে যাচ্ছিল সংগঠন দুটি। তবে গত ২২ নভেম্বর এ দুই সংগঠন দাম নির্ধারণের দায়িত্বে আসার পর প্রথমবারের মতো ৫০ পয়সা দর কমিয়েছিল। এরপর সপ্তাহের ব্যবধানে ২৯ নভেম্বর আরও ২৫ পয়সা কমানো হয় ডলারের দর। আর তৃতীয় দফায় গতকাল কমেছে আরও ২৫ পয়সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত