বাংলাদেশের হাইকমিশনারের উদ্যোগে দিল্লিতে ভারতীয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান হয়েছে। আগামী ৭–১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’–এর আগে এই অনুষ্ঠানটি দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত হয়।
গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে দিল্লির কূটনৈতিক অঞ্চলে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণে এই অনুষ্ঠানে বিভিন্ন বড় এবং মাঝারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নুরুল ইসলাম বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে। তিনি আরও উল্লেখ করেন, প্রচুর জনশক্তি সরবরাহ এবং প্রতিযোগী শ্রমশক্তির কারণে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য মুনাফা অর্জনের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের সামনে একটি বিশদ উপস্থাপনা পেশ করেন বাংলাদেশ হাইকমিশনের পলিটিক্যাল মিনিস্টার আব্দুল্লাহ আল মামুন। প্রশ্নোত্তরে কাউন্সেলর (বাণিজ্য) ইফতেখার উদ্দিন শামিন এবং কাউন্সেলর (অর্থনীতি) জহিরুল ইসলাম বিভিন্ন দিক তুলে ধরেন।
এই অনুষ্ঠানে অশোক লেল্যান্ড এবং লারসেন অ্যান্ড টুব্রোর মতো শীর্ষস্থানীয় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের হাইকমিশনারের উদ্যোগে দিল্লিতে ভারতীয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান হয়েছে। আগামী ৭–১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’–এর আগে এই অনুষ্ঠানটি দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত হয়।
গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে দিল্লির কূটনৈতিক অঞ্চলে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণে এই অনুষ্ঠানে বিভিন্ন বড় এবং মাঝারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নুরুল ইসলাম বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে। তিনি আরও উল্লেখ করেন, প্রচুর জনশক্তি সরবরাহ এবং প্রতিযোগী শ্রমশক্তির কারণে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য মুনাফা অর্জনের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের সামনে একটি বিশদ উপস্থাপনা পেশ করেন বাংলাদেশ হাইকমিশনের পলিটিক্যাল মিনিস্টার আব্দুল্লাহ আল মামুন। প্রশ্নোত্তরে কাউন্সেলর (বাণিজ্য) ইফতেখার উদ্দিন শামিন এবং কাউন্সেলর (অর্থনীতি) জহিরুল ইসলাম বিভিন্ন দিক তুলে ধরেন।
এই অনুষ্ঠানে অশোক লেল্যান্ড এবং লারসেন অ্যান্ড টুব্রোর মতো শীর্ষস্থানীয় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের বিকল্প রপ্তানি বাজার খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রধান লক্ষ্যবস্তু চীন। তাদের মধ্যকার সম্পর্ক কেমন হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
২ মিনিট আগেআইএমএফের প্রতিনিধিদল ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ে কোনো সমঝোতা ছাড়াই বাংলাদেশ মিশন শেষ করেছে। প্রাথমিকভাবে কিস্তি ছাড় না হলেও প্রয়োজনীয় শর্ত পূরণে অগ্রগতি হলে জুনের শেষ দিকে অর্থ ছাড়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। মূল্যস্ফীতি, কর সংস্কার ও বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার মতো বিষয়ে সংস্কারের
৮ মিনিট আগে২৪ ও ২৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রদর্শনীতে ১২০ টির বেশি দেশীয় কোম্পানি অংশ নিচ্ছে।
১৬ মিনিট আগেআইডিএলসি ফাইন্যান্স ২০২৪ সালে ব্যবসায়িক প্রবৃদ্ধির অসাধারণ নজির স্থাপন করেছে। কোম্পানিটি ১৬৭ কোটি ৩০ লাখ টাকার একক নিট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় ৫৩ শতাংশ বেশি। শুধু তাই নয়, সম্মিলিত নিট মুনাফাও ৩২.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০০ কোটি ২৮ লাখ টাকা। এই অভূতপূর্ব সাফল্যের পরে আইডিএলসি তাদের শ
১ ঘণ্টা আগে