Ajker Patrika

থ্রি-জি সেবা বন্ধ করছে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
থ্রি-জি সেবা বন্ধ করছে গ্রামীণফোন

মুঠোফোন অপারেটর গ্রামীণফোন থ্রি-জি সেবা বন্ধ করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার গ্রাহকদের কাছে পাঠানো খুদেবার্তায় এ কথা জানানো হয়। 

বার্তায় বলা হয়, ‘খুব শিগগিরই আপনার এলাকায় থ্রি-জি সেবা বন্ধ হয়ে যাবে। তাই, নিরবচ্ছিন্ন ইন্টারনেট পেতে ১০ মে এর মধ্যে রিটেইলার থেকে সিমটি ফোর-জিতে আপগ্রেড করুন।’ 

নিয়মানুযায়ী, অপারেটরগুলোকে থ্রি-জি সেবা বন্ধের ৯০ দিন আগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা ও সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর নিয়ম রয়েছে। গ্রামীনফোন গতবছর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) কাছে থ্রি-জি সেবা বন্ধের আবেদন করে। বিটিআরসির সর্বোচ্চ ফোরাম কমিশন বৈঠকে (২৭৫তম) গ্রামীণফোনকে থ্রি-জি সেবা বন্ধের অনুমোদন দেওয়া হয়। 

গ্রামীনফোনের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামীণফোনের থ্রি-জি সাইটের (মোবাইল টাওয়ার) সংখ্যা ৬ হাজার ৪২৯ টি। এরমধ্যে চট্টগ্রাম বিভাগে রয়েছে ২ হাজার ৬০১ টি, খুলনা বিভাগে ১ হাজার ৬১২টি, রাজশাহী বিভাগে ৮৩৩টি, ময়মনসিংহ বিভাগে ৬৮০টি, ঢাকা বিভাগে ৫৫০টি এবং বরিশাল বিভাগে রয়েছে ১৫৩টি সাইট। থ্রি-জি সেবা বন্ধ করতে এই টাওয়ারগুলো বন্ধ বা স্থগিত করতে হবে। 

মোবাইল ফোন অপারেটর রবি সবার আগে থ্রি-জি সেবা বন্ধের অনুমোদন চেয়ে আবেদন করে বিটিআরসিতে। বাংলালিংকও থ্রি-জি সেবা বন্ধের আবেদন করে। অপারেটরগুলো থ্রি-জি সেবা বন্ধের অনুমোদন পেয়েছে ৷ চলতি সপ্তাহে সবার আগে বাংলালিংক তাদের থ্রিজি সেবা বন্ধ করে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত