Ajker Patrika

টেকসই উন্নয়ন অর্জনে ভূমিকা রাখতে পারে সুকুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৮: ৩৩
টেকসই উন্নয়ন অর্জনে ভূমিকা রাখতে পারে সুকুক

টেকসই উন্নয়ন অর্জনে ইসলামি শরিয়াহভিত্তিক বন্ড বা সুকুক সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন পুঁজিবাজারের শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। আজ শনিবার বিআইসিএমের মাল্টিপারপাস হলে সুকুক বিষয়ে একটি কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘সুকুক মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: এ ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের সাবেক সহকারী অধ্যাপক তাশরুমা শারমিন চৌধুরী। এতে আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ আনোয়ার হোসেন।

কর্মশালায় মাহমুদা আক্তার বলেন, ‘সুকুক একটি বিনিয়োগযোগ্য ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট। বিশ্বব্যাপী অবকাঠামোগত উন্নয়নে সুকুক বেশ জনপ্রিয়তা পেয়েছে। গ্রিন সুকুক ও এসআরআই (সোশ্যালি রেসপনসিবল ইনভেস্টমেন্ট) সুকুক টেকসই উন্নয়ন অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে।’

মোহাম্মাদ আনোয়ার হোসেন সুকুক ইস্যু করার ক্ষেত্রে বিভিন্ন পক্ষের ভূমিকা, সুকুকে বিনিয়োগের উপকারিতাসহ সুকুক-সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিআইসিএমের সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খান ও প্রভাষক এস এম কালবীন ছালিমা সেশনটি পরিচালনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত