Ajker Patrika

ফলজাত পণ্য রপ্তানিতে ১০ শতাংশ নগদ প্রণোদনার ঘোষণা

অনলাইন ডেস্ক
ফলজাত পণ্য রপ্তানিতে এখন থেকে ১০ শতাংশ নগদ প্রণোদনা দেবে সরকার। ছবি: এআই দিয়ে তৈরি
ফলজাত পণ্য রপ্তানিতে এখন থেকে ১০ শতাংশ নগদ প্রণোদনা দেবে সরকার। ছবি: এআই দিয়ে তৈরি

ফলজাত পণ্য রপ্তানির জন্য বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক। স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস ও ড্রিংকস রপ্তানির বিপরীতে রপ্তানিকারকেরা এখন মোট রপ্তানি আয়ের ১০ শতাংশ নগদ প্রণোদনা পাবেন। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে আগের নির্দেশনা সংশোধন করে নতুন এই সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে মূল ফল ও সবজি থেকে উৎপাদিত পেস্ট, ফ্রুটবার, টিনজাত এবং ডিহাইড্রেটেড পণ্য ছাড়াও স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে তৈরি জুস ও ড্রিংকসের রপ্তানির বিপরীতে প্রণোদনা দেওয়া হবে।

২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনা অনুসারে শাকসবজি, ফল ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে নগদ সহায়তা চালু ছিল। এ নির্দেশনার আওতায় চলতি বছরের ১ জুলাই থেকে ১০ শতাংশ হারে প্রণোদনা পাচ্ছেন রপ্তানিকারকেরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ফলজাত জুস ও ড্রিংকসের এই প্রণোদনা রপ্তানিকারকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্থানীয় কৃষিপণ্যের চাহিদা বাড়াতে এবং রপ্তানি আয়ের উৎস বহুমুখী করতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত